Loading..

উদ্ভাবনের গল্প

১৪ আগস্ট, ২০২০ ০১:০৬ পূর্বাহ্ণ

শিক্ষার্থীর সৃজনশীলতা ও গঠনমূলক চিন্তার মাধ্যমে সমাধান দক্ষতা অর্জন।

উদ্ভাবনী গল্পঃ 

শিক্ষার্থীর সৃজনশীলতা ও গঠনমূলক চিন্তার মাধ্যমে সমাধান দক্ষতা অর্জন। 

উদ্দেশ্যঃ  

শিক্ষার্থীদের দেশের ভবিষ্যৎ সম্পদ হিসেবে গড়ে তোলা।  

সৃজনশীলতার গুরুত্বঃ  

প্রতিটি শিক্ষার্থীর সার্বিক জীবনে সৃজনশীলতার প্রয়োজন রয়েছে। কারণ, সৃজনশীলতার মাধ্যমে একজন শিক্ষার্থী তার জ্ঞানের পরিধি বৃদ্ধি করে আদর্শবান মানুষে পরিণত হয়।  পারিবারিক, সামাজিক, রাজনৈতিক, অর্থনৈতিক ও সাংস্কৃতিকসহ বিভিন্ন বিষয়ের উন্নয়ন ও উন্নয়নের পথে যেগুলো বাধা সেগুলো গঠনমূলক চিন্তার মাধ্যমে সমাধান করতে হবে। শিক্ষক হিসেবে আমার দায়িত্ব শিক্ষার্থীদের বিভিন্ন বিষয়ে জ্ঞান দান করা এবং তাদের নতুন ভাবে সাজানো।  শিক্ষার্থীদের সৃজনশীল বান্ধব করে গড়ে তুলতে সহায়তা করি, যাতে তারা সব সময় যে কোনো আলোচনা-সমালোচনা, সুযোগ-সুবিধা, ন্যায়-অন্যায়, ভালো-মন্দ প্রভৃতি বিষয় সহজেই উপলব্ধি করতে পারে।  আমাদের শিক্ষার্থীরাই আমাদের দেশের ভবিষ্যৎ সম্পদ। 

কার্যক্রমঃ 

প্রথমে বিদ্যালয়ের শিক্ষার্থীদের বিভিন্ন দলে ভাগ করা হয়। তারপর তাদের সারিবদ্ধ ভাবে বসিয়ে বিদ্যালয়ের নাম DR. CHANDANA লিখার নির্দেশনা দেয়া হয়। শিক্ষার্থীরা খুবই আন্তরিকতার সাথে এই সৃজনশীল কার্যক্রমটি সম্পূর্ণ করে। এতে শিক্ষার্থীর মধ্যে শুধু সৃজনশীলতা নয়, তাদের মধ্যে নিয়মানুবর্তিতা মনোভাবও ফুটে উঠে। এভাবে শিক্ষার্থীদের মধ্যে নিয়মানুবর্তিতা ও সৃজনশীলতা তৈরি এবং এই সৃজনশীলতার মাধ্যমে শিক্ষার্থীদের চিন্তন দক্ষতার উন্নয়ন ঘটে।