Loading..

পাঠসংশ্লিষ্ট ছবি/ইমেজ

২০ আগস্ট, ২০২০ ১১:০৬ অপরাহ্ণ

ডেটাবেজ সর্ম্পকে ধারণা।

DBMS কি?

DBMS এর পূর্ণরূপ হলো ডেটাবেজ ম্যানেজমেন্ট সিস্টেম। ডাটাবেজ ম্যানেজমেন্ট সিস্টেম হল পরস্পর সম্পর্কযুক্ত ডাটা/তথ্য/রেকর্ড এক্সেস, সংরক্ষন, নিয়ন্ত্রন পরিচালনা করার জন্য প্রয়োজনীয় প্রোগ্রামের সমষ্টি। অর্থাৎ যে সফটওয়্যার ডেটাবেজ তৈরি করতে, ডেটাবেসের পরিবর্তন করতে, ডেটাবেজ সংরক্ষণ ও পরিচালনার কাজে সব সময় ব্যবহৃত হয় তাকে ডেটাবেজ ম্যানেজমেন্ট সিস্টেম বলে।

Data (উপাত্ত) শব্দটি ল্যাটিন শব্দ Datum থেকে এসেছে। Datum শব্দের অর্থ হচ্ছে তথ্যের উপাদান। আর Base শব্দটির অর্থ হচ্ছে ঘাঁটি বা সমাবেশ। অর্থাৎ ডাটাবেজ হলো মেমোরির মত, যেখানে তথ্য সরংক্ষন করে প্রয়োজন অনুযায়ী সে তথ্য পুনরুদ্ধার করা যায়। এক কথায় ডাটাবেজ কে তথ্যভান্ডার ও বলা চলে।

DBMS এর কাজ হলো :-

ডাটাবেজ তৈরি

ডাটাবেজ ইন্টারোগেশন

নতুন রেকর্ড সংযোজন করা

প্রয়োজনে রেকর্ড আপডেট করা

অপ্রয়োজনীয় রেকর্ড ডিলিট করা

ডেটার নিরাপত্তা নিশ্চিত করা

রিপোর্ট তৈরি করা
নির্দিষ্ট ডেটা অনুসন্ধান করা এবং
ডাটাবেজ রক্ষনাবেক্ষন করা হয়। 

ডেটাবেজ ম্যানেজমেন্ট সিস্টেম এর জন্য নিম্নলিখিত সফটওয়্যার ব্যবহার করা হয়।

 

মাইক্রোসফট অ্যাক্সেস

ওরাকল

মাই এস কিউ এল

ভিজুয়াল ফক্সপ্রো ইত্যাদি।

আরো দেখুন

কোন তথ্য খুঁজে পাওয়া যাইনি