Loading..

পাঠসংশ্লিষ্ট ছবি/ইমেজ

২৬ অক্টোবর, ২০১৪ ১২:০০ পূর্বাহ্ণ

বনলতা সেন-কবিতা

 

 

জীবনানন্দ দাশ (ইংরেজি: Jibanananda Das; জন্ম: ১৮ ফেব্রুয়ারি, ১৮৯৯, বরিশাল - মৃত্যু: ২২ অক্টোবর, ১৯৫৪, বঙ্গাব্দ: ৬ ফাল্গুন, ১৩০৫ - ৫ কার্তিক, ১৩৬১) বিংশ শতাব্দীর অন্যতম প্রধান আধুনিক বাংলা কবি। তাঁকে বাংলাভাষার "শুদ্ধতম কবি" বলে আখ্যায়িত করা হয়েছে। তিনি বাংলা কাব্যে আধুনিকতার পথিকৃতদের মধ্যে অগ্রগণ্য। মৃত্যুর পর থেকে শুরু করে বিংশ শতাব্দীর শেষ ধাপে তিনি জনপ্রিয়তা পেতে শুরু করেন এবং ১৯৯৯ খ্রিস্টাব্দে যখন তাঁর জন্মশতবার্ষিকী পালিত হচ্ছিল ততদিনে তিনি বাংলা সাহিত্যের জনপ্রিয়তম কবিতে পরিণত হয়েছেন। তিনি প্রধানত কবি হলেও বেশ কিছু প্রবন্ধ-নিবন্ধ রচনা ও প্রকাশ করেছেন। তবে ১৯৫৪ খ্রিস্টাব্দে অকাল মৃত্যুর আগে তিনি নিভৃতে ১৪টি উপন্যাস এবং ১০৮টি ছোটগল্প রচনা গ্রন্থ করেছেন যার একটিও তিনি জীবদ্দশায় প্রকাশ করেননি। তাঁর জীবন কেটেছে চরম দারিদ্রের মধ্যে। বিংশ শতাব্দীর শেষার্ধকাল অনপনেয়ভাবে বাংলা কবিতায় তাঁর প্রভাব মুদ্রিত হয়েছে। রবীন্দ্র-পরবর্তীকালে বাংলা ভাষার প্রধান কবি হিসাবে তিনি সর্বসাধারণ্যে স্বীকৃত।

কবি সম্পর্কে অরো স্পট করে মনে রাখার জন্য:

জন্মফেব্রুয়ারি ১৮, ১৮৯৯
বরিশাল, ব্রিটিশ ভারত
মৃত্যুঅক্টোবর ১৪, ১৯৫৪ (৫৫ বছর)
কলকাতা, ভারত
ছদ্মনাম'শ্রী', 'কালপুরুষ'
জীবিকাকবি, ঔপন্যাসিক, গল্পকার, প্রাবন্ধিক, দার্শনিক, গীতিকার
সময়কালবঙ্গীয় নবজাগরণ
উল্লেখযোগ্য রচনাসমূহঝরা পালক, রূপসী বাংলা, ধূসর পাণ্ডুলিপি, মহাপৃথিবী, বনলতা সেন, সাতটি তারার তিমির
উল্লেখযোগ্য পুরস্কাররবীন্দ্র-স্মৃতি পুরস্কার
সাহিত্য অকাদেমি পুরস্কার
দম্পতিলাবণ্য দেবী
সন্তানমঞ্জুশ্রী দাশ, সমরানন্দ দাশ

 

উইকিপিডিয়া হতে সংগ্রহিত......

আরো দেখুন