Loading..

নেতৃত্বের গল্প

২৯ আগস্ট, ২০২০ ০৮:০৭ পূর্বাহ্ণ

বোরো ধান কাটার উৎসব

মাননীয় প্রধানমন্ত্রীর আহবানে ও মহাপরিচালক, মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর, ঢাকা মহোদয়ের নির্দেশনায় সিলেট বিভাগের বিভিন্ন জেলার শিক্ষক-শিক্ষার্থী কর্তৃক বোরো ধান কাটা চলছে । এর অংশ হিসেবে ও সামাজিক উন্নয়নের লক্ষ্যে গত ২২/০৪/২০২০ তারিখে ছাতক ইউনিয়ন এসইএসডিপি  মডেল উচ্চ বিদ্যালয়, মল্লিকপুর এর প্রধান শিক্ষক জনাব মোহাম্মদ কামাল উদ্দিন  অত্র স্কুলের কয়েকজন শিক্ষক, অফিস সহকারী জনাব মোঃ আব্দুল জহির, এমএলএসএস মোঃ জাকির হোসেন ও বিভিন্ন ক্লাসের ১২ জন ছাত্রকে নিয়ে ছাতক ইউনিয়নের ৭নং ওয়ার্ডের চাইরচিরা গ্রামের দক্ষিণপাশে জমপুর হাওরে জনাব আকিল আলী নামের কৃষকের প্রায় ২০ শতক জমির ধান স্বেচ্চাশ্রমে কেটে দেয় হয় । আমাদের কাজে উৎসাহ জোগাতে আমাদের সাথে ধান কাটায় উপস্থিত ছিলেন ছাতক উপজেলার মাননীয় মাধ্যমিক শিক্ষা অফিসার জনাব পুলিন চন্দ্র রায় । উপস্থিত ছাত্ররা হল- ১.ফাহমিদ হাসান ( ১০ম শ্রেণি ) ২. পারভেজ উদ্দিন ( ১০ম শ্রেণি ) ৩. সৌরভ আহমদ ( ১০ম শ্রেণি ) ৪. তানজিল হাসান ( ১০ম শ্রেণি ) ৫. জাহিদুর রহমান সজীব ( এসএসসি ফলপ্রার্থী ) ৬. মোজাহিদ হোসেন ( ৯ম শ্রেণি ) ৭. ইজাজুল ইসলাম ( ৯ম শ্রেণি ) ৮. নূর আলম ( ৮ম শ্রেণি ) ৯. মোঃ আব্দুল্লাহ ( ৮ম শ্রেণি ) ১০. চন্দন মিয়া ( ৮ম শ্রেণি ) ১১. শাহরিয়ার সুলতান রাজন ( ৭ম শ্রেণি ) ১২. শ্রী গোবিন্দ কুমার চন্দ ( ৬ষ্ঠ শ্রেণি ) । ছাত্ররা ধান কাটতে গিয়ে বেশ আনন্দ পেয়েছে বলে জানায় । কাজটি তাদের খুব ভাল লেগেছে । এভাবে প্রতিটি বিদ্যালয় এগিয়ে আসলে এই করোনা দুর্যোগের মধ্যে অকাল বন্যার হাত থেকে হয়ত ফসল রক্ষা করা যাবে । আমাদের সাথে শিক্ষা অফিসারকে পেয়ে আমরা সবাই অত্যন্ত আনন্দিত । প্রধান শিক্ষক মহোদয় উপস্থিত সবাইকে আন্তরিক ধন্যবাদ জানিয়েছেন এবং এই কাজ অব্যাহত রাখার জন্য সবাইকে অনুরোধ করেছেন ।

আরো দেখুন