Loading..

প্রকাশনা

২৯ আগস্ট, ২০২০ ০৯:০২ অপরাহ্ণ

পনেরো আগস্ট( কবিতা)
পনেরো আগস্ট
- আমির আসহাব
একটি আকাশ ছিল তৃষ্ণার্ত চাতকের মতো
একটি দিগন্ত ছিল অনাকাঙ্খিত মৃয়মাণ অপেক্ষায়
একমুঠো চাউল ও প্রিয় স্বপ্নরা ছিল ঘোর অমানিশা আর সতীত্বের আড়ালে
একটি দক্ষিণা বাতাসে ঘুরে গেল কালোমেঘ
ঘুরে গেল নোলাজল শ্বাস-প্রশ্বাস গৌরব-গর্ব-বিশ্বাসের।
সবুজ সবুজ গাছগুলো পাহাড়ের গায়ে দিল প্রস্ফুটিত ফুল
শব্দ সৈনিক পড়ে গেল প্রেমে
আবাল-বৃদ্ধ বণিতা বেড়িয়ে পড়ল ছাপ্পান্ন হাজার বর্গমাইল জুড়ে।
সুহৃদ রক্ত ঋণের শবে সফেদ হল জলের উপর ঢেউ
বজ্রবাণীর একটিমাত্র কবিতায় বিজয়ী হলো সারথি
যে ফুল সুবাস ছড়াতো দিন থেকে রাত
রইয়ে গেল সে ফুলের একটাই শোক, পনেরো আগস্ট।

আরো দেখুন

কোন তথ্য খুঁজে পাওয়া যাইনি