Loading..

নেতৃত্বের গল্প

২৯ আগস্ট, ২০২০ ১০:৩২ অপরাহ্ণ

আমার বিদ্যালয় স্বপ্নেরা যেখানে ডানা মেলে ঊড়ে ঊড়ে বেড়ায়্‌

একজন শিক্ষক হিসেবে আমার স্বপ্ন মানবিক গুণাবলী সম্পন্ন মানুষ গড়ার ভিত্তি তৈরী করে দেয়া। সেই লক্ষ্যে আমার পথ চলা। ১ এপ্রিল ২০১৫ এ বর্তমান  কর্মস্থলে যোগপদান করে মানসম্মত প্রাথমিক শিক্ষা নিশ্চিতের পথে কিছু চ্যালেঞ্জের সম্মুখীন হই। চ্যালেঞ্জ মোকাবেলায় সহকর্মীদের নিয়ে পরিকল্পনা অনুযায়ী কাজ করতে থাকি।শিক্ষার্থীর উপস্থিতির হার বাড়াতে সহকর্মীদের সহযোগিতায় মোবাইল রেজিস্টার তৈরী ,প্রতি শ্রেণির শিক্ষার্থীদের দলে ভাগ করে প্রতি দলে একজন করে দলনেতা এবং গাইড টিচার নির্ধারণ করে দিই। দলনেতা প্রতিদিন শ্রেণি কার্যক্রম শুরুর পূর্বে দলের অনুপস্থিত শিক্ষার্থীদের তালিকা গাইড টিচারকে দিলে গাইড টিচার মোবাইলে যোগাযোগ করে শিক্ষার্থীদের উপস্থিতি নিশ্চিত করে। পাশাপাশি মা সমাবেশ, অভিভাভবক সমাবেশ ও ঊঠান বৈঠক করতে থাকি। জাতীয় দিবসসমূহ যথাযোগ্য মর্যাদায় পালন ও সহপাঠক্রমিক কার্যাবলী জোরদারের ফলে শিক্ষার্থীরা বিদ্যালয়ের প্রতি আকৃষ্ট হয় ।এতে পরীক্ষার ফলাফল ও ভালো হতে থাকে , সমাপণী পরীক্ষায় প্রতি বছর বৃত্তি পেতে থাকে। বিদ্যালয়টি রাস্তার পাশে হওয়ায়  প্রাচীর না থাকা সে এক অসহনীয় যন্ত্রণা। বিদ্যালয় চলাকালীন মাঠের ভেতর দিয়ে যানবাহন ও লোকজনের চলাচলের কারণে শ্রেণির কার্যক্রম বিঘ্নিত হত। দুই বছর ধরে চলতে থাকে বাঁশের বেড়ার সীমানা প্রাচীর। পরবর্তীতে উপজেলা নির্বাহী অফিসার মহোদয়ের সহায়তায় নির্মিত হয় সীমাণা প্রাচীর। বিদ্যালয়ের টিনশেড ভবনের জারাজীর্ণ অবস্থা ও কাটিয়ে উঠি উপজেলা পরিষদের বিশেষ বরাদ্ধে। এবং তা জুন ২০১৫ এ। বিদ্যালয়ের চলমান মামলার কারণে  ভবন নির্মাণে বাধা আমার জীবনের বড় চ্যালেঞ্জ ছিল। এখানে সেখানে দৌড়াদৌড়ি করে সর্বশেষ জীবনে প্রথমবারের মত কোর্টে গিয়ে সে বাধা কাটিয়ে ভবণটি নির্মাণ করতে সমর্থ হই। শিশুদেরকে বাড়ির মত পরিবেশ দিতে প্রতিটি শ্রেণিকক্ষে পানির ফিল্টার , বুক কর্ণার, জাতির জনকের ছবি ,লুকিং গ্লাস ইত্যাদি দিয়ে ভবনটিকে মনোরমভাবে সজ্জিত করি। আমি বিশ্বাস করি মানুষ শ্রেষ্ঠ হতে কাজ করেনা। কাজ মানুষকে শ্রেষ্ঠ করে দেয়। এই পথ চলায় আমি ২০১৮ এ বিভাগীয় শ্রেষ্ঠ শিক্ষিকা, কাব শিক্ষক জেলার শ্রেষ্ঠ কাব শিক্ষক , বিদ্যালয় পরপর দুইবার ঝরে পড়া ক্যাটাগরিতে শ্রেষ্ঠ, বিদ্যালয়ের গ্রেড বি থেকে এ তে উন্নীত হওয়া , শিক্ষার্থীদের উপজেলার বাইরে কৃতিত্ব লাভ করার সফলতা অর্জিত। But it's hundred miles to go. সবাইকে নিরন্তর ধন্যবাদ।

আরো দেখুন