Loading..

প্রেজেন্টেশন

০৪ সেপ্টেম্বর, ২০২০ ০৬:১৮ অপরাহ্ণ

'ক' ব্যঞ্জন বর্ণমালা শিখি_প্রথম শ্রেণি_রোজিনা পারভীন_ সোনাপুর সরকারী প্রাথমিক বিদ্যালয়।

শ্রদ্ধেয়/ডিয়ার, প্যাডাগজি রেটার স্যার/ম্যাম মহোদয়, এডমিন স্যার/ম্যাম মহোদয়, সেরা কনটেন্ট নির্মাতা স্যার/ম্যাম মহোদয়, সেরা উদ্ভাবক স্যার/ম্যাম মহোদয়, সেরা নেতৃত্বের গল্প স্যার/ম্যাম মহোদয়  বাতায়নের সন্মানিত স্যার/ম্যাম মহোদয় আমার  কনটেন্টগুলো দেখে আপনাদের মূল্যবান লাইক, রেটিং ও মতামত আশা করছি।

এই পাঠ শেষে শিক্ষার্থীরা-

শোনাঃ  ১.১.১ বাক্য ও শব্দে ব্যবহৃত বাংলা বর্ণমালার ধ্বনি মনোযোগ সহকারে শুনবে ও মনে রাখবে;

1.2.1  কারচিহ্নহীন শব্দ মনোযোগ সহকারে শুনবে ও মনে  রাখবে;

১.২.২  কারচিহ্নযুক্ত শব্দ মনোযোগ সহকারে শুনবে ও মনে রাখবে;

১.২.৩  কারচিহ্নহীন ও কারচিহ্নযুক্ত শব্দ দিয়ে তৈরি বাক্য শুনবে।

..  প্রশ্ন শুনে বুঝতে পারবে

বলাঃ  ১.১.১ বাক্য ও শব্দে ব্যবহৃত বাংলা বর্ণমালার ধ্বনি স্পষ্ট ও শুদ্ধভাবে বলতে পারবে;

1.2.1  কারচিহ্নহীন শব্দ স্পষ্টভাবে বলতে পারবে;

১.২.২  কারচিহ্নযুক্ত শব্দ স্পষ্টভাবে বলতে পারবে;

..  প্রশ্ন করতে ও উত্তর বলতে পারবে।

পড়াঃ..১ বাংলা বর্ণমালা স্পষ্ট ও শুদ্ধ উচ্চারণে পড়তে পারবে;

 ..১ নিজের লেখা বর্ণ চিনে পড়তে পারবে।

লেখাঃ..১ স্পষ্ট ও সঠিক আকৃতিতে বাংলা বর্ণমালা লিখতে পারবে।