Loading..

প্রকাশনা

০৫ সেপ্টেম্বর, ২০২০ ১১:১১ অপরাহ্ণ

মা ও কন্যার গল্প, মোছাঃ মার্জুয়ারা বেগম, প্রধান শিক্ষক, দক্ষিণ বালাপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়, ডিমলা, নীলফামারি।

একজন মা তার সন্তানকে মানুষ করার পেছনে কতটুকু অবদান রাখেন তা নিয়েই প্রকাশিত হলো মা ও কন্যার গল্প।

নেপোলিয়ন এর ভাষায়,

“তুমি যদি একটি শিক্ষিত মা উপহার দাও

তাহলে সে তোমাকে একটি শিক্ষিত জাতি উপহার দিবে।”

গল্পঃ মেয়ের নাম নান্দনিক মাঈশা জামান জুহি। ও দক্ষিণ বালাপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের তৃতীয় শ্রেনির ছাত্রী।

সে প্রথম শ্রেনি থেকেই বিভিন্ন বিষয়ে যেমন- সুন্দর হাতের লেখা (বাংলা), কবিতা আবৃত্তি,চিত্রাংকন,ছড়াগান,নৃত্য,ব্যাডমিন্টন খেলা,দাবা খেলা,ঐতিহাসিক ৭ই মার্চের ভাষণ ইত্যাদিতে অংশগ্রহণ করে প্রথম স্থান অধিকার করে। পর্যায়ক্রমে কৃতিত্বের সহিত উপজেলা,জেলা ও বিভাগীয় পর্যায়ে অংশগ্রহণ করে। এত কম বয়সে বিভাগীয় পর্যায় পর্যন্ত নিয়ে যাওয়ার পিছনে তার মা যে পরিশ্রম করেছেন তা এই গল্পে প্রকাশিত হয়েছে।

 

তারিখঃ ০৫/০৬/২০২০ খ্রিষ্টাব্দ বিকেল ০৫ টায়  

আরো দেখুন

কোন তথ্য খুঁজে পাওয়া যাইনি