Loading..

প্রকাশনা

১১ সেপ্টেম্বর, ২০২০ ০৫:১৫ অপরাহ্ণ

মেঘ সুরুজ

মেঘ সুরুজ

 

উজ্জল কুমার দে

 

(আইসিটি শিক্ষক)

করিমুন্নেছা বালিকা মাধ্যমিক বিদ্যালয়, পিরোজপুর।

 

সারা বেলা হয়

 মেঘ সুরুজের  লুকোচুরী খেলা।

সাঁজের বেলা

সুরুজ সাগরের সাখে

অবগাহনে ওঠে মেতে।

পশ্চিমের আকাশ তাই দেখে

হেঁসে হয় আবীর রাঙা।

জোঁছনা রাতে

চাঁদ নদীর বুকে

আপন রূপের মাধূরী দেখে,

নির্বিকার চেয়ে থাকে।

নিঝুম রাতে

পৃথিবী চাঁদের স্নিগ্ধ রূপের ঝলক দেখে।

বিষ্ময়ের হাঁসিতে

সারা রাত থাকে মেতে।

 

আরো দেখুন

কোন তথ্য খুঁজে পাওয়া যাইনি