Loading..

প্রকাশনা

১১ সেপ্টেম্বর, ২০২০ ০৫:৩৮ অপরাহ্ণ

লালন বাবা

লালন বাবা

 

উজ্জল কুমার দে

 ( আইসিটি শিক্ষক)

করিমুন্নেছা বালিকা মাধ্যমিক বিদ্যালয়, পিরোজপুর।

 

লালন বাবা চইলা গেছে

আপন ঠিকানায়।

সেখানে সারে তিন হাত মাটির ঘরে

কাফনের কাপর গায়ে দিয়ে

ঘুমিয়ে আছে হিজল ছায়ায়্

লালন বাবার একতারাটা কান্দে শুধু তার-ই মায়ায়।

কতকাল গেছে কেঁটে

তবুও সে বাঁজেনা আর আপন সুরে।

ঐ একতারাটা হাতে লইয়া

গ্রাম বাংলার মেঠো পথে ঘুরে ঘুরে

গাইত সে গান মনের সুখে।

লালন বাবা চইলা গেছে

রাইখা গেছে একতারাটা

সবুজ বাংলার শ্যামলি মায়ের কাছে।

তাঁর স্মৃতিকে পরম রত্ম ভেবে

যত্ন করে রাখতে হবে

বাঙ্গালীর মাঝে।

তাহলে বাবাকে পাবে খুঁজে

তাঁর স্মৃতির মাঝে।

 

আরো দেখুন

কোন তথ্য খুঁজে পাওয়া যাইনি