Loading..

উদ্ভাবনের গল্প

১৪ সেপ্টেম্বর, ২০২০ ০৩:০৯ পূর্বাহ্ণ

নাহিদ আখতার পারভী। সহকারী শিক্ষক জগদীশপুরসরকারি

আসসালামু আলাইকুম।

রংপুর  জেলা শিক্ষা পরিবারের পক্ষ থেকে আপনাদের প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করছি।অভিনন্দন, শ্রদ্ধা, ভালবাসা ও অনেক শুভ কামনা। 

আমি নাহিদ  আখতার পারভীন। 

সহকারী শিক্ষক,

জগদীশপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়।

তারাগঞ্জ, রংপুর। ও

(জেলা আম্বাসেডর) রংপুর

প্রযুক্তি এ সময়ে আমাদের পরিবর্তন হতে শেখাচ্ছে। তাই আসুন  নিজেকে আপডেট  রাখার  চেষ্টা   করি প্রতিনিয়ত। আমি মুক্তপাঠে "গণিত অলিম্পিয়াড কৌশলে গণিত শিখন "কোর্সে অন্যদেরকেও এই মূল্যবান সার্টিফিকেট পেতে সর্বাত্মক সহায়তা প্রদান করে চলেছি প্রতিনিয়ত। অনেকেই বাসায় এসে শিখে যাচ্ছেন, আবার অনেকেই ফোনের মাধ্যমে সহযোগিতা নিচ্ছেন। এরই ধারাবাহিকতা বজায় রাখতে তারাগঞ্জ উপজেলা শিক্ষা অফিসার ও সহকারী  শিক্ষা অফিসার  গনের উদ্দ্যোগে কুর্শা ক্লাস্টার শিক্ষকদের 

জুম মিটিং, 

 মুক্তপাঠের সদস্য ও কোর্স  এবং শিক্ষজ বাতায়ন সম্পর্কে সহযোগিতা করতে পেরে নিজেকে ধন্য মনে করছি। 

আগামীতে ও সকল প্রকার সহযোগিতা করতে  আমি সর্বাত্মক  চেষ্টা চালিয়ে যাব।

সম্মানিত শিক্ষক সহ বন্ধুদের আমন্ত্রণ  জানাচ্ছি। এখন পর্যন্ত নিম্নের - লিঙ্ক গুলোর সদস্য হননি বা হয়েও পাসওয়ার্ড ভুলে গেছেন,তাদের জন্য আমার ক্ষুদ্র প্রয়াস---

০১। শিক্ষক বাতায়নের সদস্য

০২। মুক্তপাঠের সদস্য ও প্রশিক্ষণ সম্পর্কে।

০৩।জিমেল/ইমেল খোলা

০৪। কিশোর বাতায়নের সদস্য করা,

০৫। জুম মিটিং  ইত্যাদি  বিষয়ে 

নূন্যতম জানার থাকলে আমার  সাধ্যমত সহযোগিতা করতে চেষ্টা  করব ইনশা আল্লাহ। 

সাথে ছিলেন জেলা আম্বাসেডর নুরুন্নবী  স্যার  ও 

হিরুলাল স্যার।

বিশেষ ধন্যবাদ

জনাব  কাব্যশ্রী পাল 

উপজেলা সহকারী   শিক্ষা অফিসার 

তারাগঞ্জ 

সেই সাথে কৃতজ্ঞতা প্রকাশ করছি

 তারাগঞ্জ মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়।