Loading..

খবর-দার

১৮ সেপ্টেম্বর, ২০২০ ১০:২২ পূর্বাহ্ণ

সুনামগঞ্জে অনলাইন শিক্ষা কার্যক্রম পরিচালনা ও এর চ্যালেঞ্জ মোকাবেলা' শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত

সময় ও নদীর স্রোত কারো জন্য অপেক্ষা করে না। করোনায় দুর্বিষহ একগুঁয়ে বন্দী জীবন। নাভিশ্বাস। হয়তোবা এরই মাঝে সময় ফুরিয়ে যায়/যাবে যে কারো কিংবা আমারও । অথবা একদিন কেটে যাবে এ আধাঁর। পৃথিবী ফিরবে তার পুরাতন ছন্দে। নতুন স্বপ্ন ছন্দে সাজবে জীবন। তাই যেন হয় সহসা। এ আমার প্রত্যাশা। তাই সময়ের সদ্ব্যবহারই উত্তম। আর এ জন্যই শিক্ষার্থীদের জন্য কিছুটা একগুঁয়েমী কাটাতে শিক্ষা সহায়তা দান। আর নিজেদের একটু শান দিয়ে নেয়া ; এই ভাবনা থেকেই আমার অন লাইন প্লাটফর্মে যুক্ত হওয়া। এই স্বপ্ন, ভাবনা, আর তারণায় সাথে পাওয়া যায় নিবেদিত কিছু মানুষ। ফলে বেড়ে যায় দায়িত্ব। উৎসাহ। উদ্দীপনা। মি. কামাল উদ্দিন, সদা তরুন এক কর্মবীর। শিক্ষা সংগ্রামে দুর্বার একজন নিবেদিত প্রান হিসাবে পাওয়া যায় যাকে।আজ ১৭/০৯/২০২০, বৃহস্পতিবার তাকে সাথে নিয়েই আমার সরকারি জুবিলী উচ্চ বিদ্যালয়, সুনামগঞ্জের মান্যবর প্রধান শিক্ষকের পৃষ্ঠপোষকতায় অনুষ্ঠিত হয়ে গেল সুনামগঞ্জ সদর উপজেলার অনলাইন শিক্ষা কার্যক্রমের সাথে জড়িত শিক্ষকদের জন্য 'অনলাইন শিক্ষা কার্যক্রম পরিচালনা ও এর চ্যালেঞ্জ মোকাবেলা' শীর্ষক কর্মশালা।যেখানে উঠে আসল  অনলাইন শিক্ষা  কার্যক্রমের বিভিন্ন চ্যালেঞ্জ। দেখানো হলো ভিডিও এডিটিং এর প্রাথমিক পাঠ, ইউটিউব ও গুগল ড্রাইভে ভিডিও/ কন্টেন্ট আপলোড   ও শেয়ার করার কুটি-নাটি।    
সরকারি জুবিলী উ/বি ও সরকারি এস সি বালিকা উচ্চ বিদ্যালয় সহ সদর উপজেলার দশটি বিদ্যালয় থেকে শিক্ষকগণ এতে অংশ গ্রহণ করেন। প্রচন্ড ব্যস্ততায় কেটে যায় একটা দিন। সম্মানিত শিক্ষকগণের তুমুল ঐকান্তিকতা প্রবল ভাবে আশান্বিত করে আমাকে। আত্নতৃপ্তি বেড়ে যায় যখন জনাব মোঃ জসীম উদ্দিন, অতিরিক্ত জেলা প্রশাসক ( শিক্ষা ও আইসিটি ) সুনামগঞ্জ,
জনাব মোঃ জাহাঙ্গীর আলম, জেলা শিক্ষা অফিসার সুনামগঞ্জ, জনাব হাফিজ মোঃ মাশহুদ চৌধুরী, প্রধান শিক্ষক, সরকারি এস.সি বালিকা উচ্চ বিদ্যালয়, সুনামগঞ্জ,
জনাব মোঃ ইনচান মিঞা , প্রধান শিক্ষক, এইচ এমপি উচ্চ বিদ্যালয়, সুনামগঞ্জ এর মত বিদগ্ধজন প্রোগ্রামে উপস্তিত থেকে কার্যক্রমের প্রশংসা করেন। অংশ গ্রহণকারীগণের প্রত্যাশার তূলনায় আমাদের আয়োজনে হয়তো অনেক সীমাবদ্ধতা ছিলো। অনিচ্ছাকৃত অবধারিত এই সীমাবদ্ধতা ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। এই প্রত্যাশা। এ কার্যক্রম থেকে কেউ যদি সামান্যতম উপকৃত হয়ে থাকেন তবেই সার্থক বলব আমি। কেননা আমি বিশ্বাস করি কবির সে অমোঘ বাণী
'‘ধূসর মরুর ঊষর বুকে
বিশাল যদি শহর গড়,
একটি জীবন সফল করা
তার চাইতে অনেক বড়,
একটি উদাস হৃদয় যদি
বাঁধতে পারো প্রেমের ডোরে,
বন্দি শতেক মুক্তিদানের
চাইতে সে যে শ্রেষ্ঠ ওরে|||
#-- ওমর খৈয়াম
আর আমি বলি..
ঊষর মরুর ধূসর বুকে, ছোট্ট যদি শহর গড়ো,
একটি শিশু মানুষ করা তার চাইতেও
অনেক বড়।‘
ব্যক্তিগতভাবে আমার কৃতজ্ঞতা মাননীয় প্রধান শিক্ষক জনাব Foyezur Rahman স্যারের প্রতি আকুণ্ঠ পৃষ্ঠপোষকতার জন্য । কৃতজ্ঞতা রিসোর্স পারসন: মোহাম্মদ কামাল উদ্দিন, ICT4E Ambassador, a2i এবং প্রধান শিক্ষক, ছাতক ইউনিয়ন এসইএসডিপি মডেল উচ্চ বিদ্যালয়, মল্লিকপুর, ছাতক। কৃতজ্ঞতা সকল শিক্ষা প্রেমীর জন্য।
ভালবাসা