Loading..

খবর-দার

১৮ সেপ্টেম্বর, ২০২০ ০৩:৪০ অপরাহ্ণ

অনলাইন শিক্ষা কার্যক্রম পরিচালনা ও এর চ্যালেঞ্জ মোকাবেলা শীর্ষক প্রশিক্ষণ কর্মশালা
তারিখ: ১৭/০৯/২০২০, বৃহস্পতিবার ।
স্থান: সরকারি জুবিলী উচ্চ বিদ্যালয়, সুনামগঞ্জ ।
বিষয়: অনলাইন শিক্ষা কার্যক্রম পরিচালনা ও এর চ্যালেঞ্জ মোকাবেলা শীর্ষক প্রশিক্ষণ কর্মশালা ।
প্রধান অতিথি :
জনাব মোঃ জসীম উদ্দিন, অতিরিক্ত জেলা প্রশাসক ( শিক্ষা ও আইসিটি ), সুনামগঞ্জ ।
বিশেষ অতিথি:
জনাব মোঃ জাহাঙ্গীর আলম, জেলা শিক্ষা অফিসার সুনামগঞ্জ
জনাব হাফিজ মোঃ মাশহুদ চৌধুরী, প্রধান শিক্ষক, সরকারি এস.সি বালিকা উচ্চ বিদ্যালয়, সুনামগঞ্জ ।
জনাব মোঃ ইনচান মিঞা , প্রধান শিক্ষক, এইচ এমপি উচ্চ বিদ্যালয়, সুনামগঞ্জ ।
সঞ্চালনা করেন অত্র বিদ্যালয়ের সহকারী শিক্ষক ও ICT4E Ambassador, a2i জনাব মোঃ ইসমাঈল হোসেন ।
সভাপতি: জনাব মোঃ ফযেজুর রহমান, প্রধান শিক্ষক, সরকারি জুবিলী উচ্চ বিদ্যালয়, সুনামগঞ্জ
রিসোর্স পারসন:
মোহাম্মদ কামাল উদ্দিন, ICT4E Ambassador, a2i এবং প্রধান শিক্ষক, ছাতক ইউনিয়ন এসইএসডিপি মডেল উচ্চ বিদ্যালয়, মল্লিকপুর, ছাতক এবং জনাব মোঃ ইসমাঈল হোসেন, ICT4E Ambassador, a2i ও সহকারী শিক্ষক, সরকারি জুবিলী উচ্চ বিদ্যালয়, সুনামগঞ্জ ।
অংশগ্রহণকারী: সুনামগঞ্জ সদর উপজেলার সাতটি প্রতিষ্ঠান থেকে ২৩ জন আইসিটি প্রেমী শিক্ষক ।
কর্মশালা সফল করতে সার্বিক দায়িত্ব পালন করেন প্রধান শিক্ষক, অত্র বিদ্যালয় ও সহকারী শিক্ষকবৃন্দ । জেলা প্রশাসনের তত্বাবধানে কেন্দ্রীয় ভাবে পরিচালিত সুনামগঞ্জ অনলাইন স্কুলের ক্লাস ক্যাবল টিভিতে প্রচার করা হচ্ছে গত ২৬শে জুলাই ২০২০ থেকে । এরই ধারাবাহিকতায় জেলা শিক্ষা অফিসারের সাথে পরামর্শক্রমে মানসম্পন্ন ক্লাস তৈরি ও যথাযথ ভাবে পাঠানোর জন্য প্রধান শিক্ষক মহোদয় এই কর্মশালার আয়োজন করেন । শত ব্যস্ততার মাঝেও আমাদের সময় দিয়ে অনুপ্রাণিত করেছেন মাননীয় অতিরিক্ত জেলা প্রশাসক মহোদয় । এই জন্য গভীর কৃতজ্ঞতা প্রকাশ করছি । এই বৈরী আবহাওয়ার মধ্যে উপস্থিত হয়ে ডিজিটাল বাংলাদেশ বিনির্মাণের প্রচেষ্টা চালিয়ে যাওয়ায় সবাইকে আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাচ্ছি ।