Loading..

উদ্ভাবনের গল্প

২২ সেপ্টেম্বর, ২০২০ ০৯:০০ অপরাহ্ণ

Choose the right answer from the alternatives. [Question set for Completing sentences]

প্রিয় সহকর্মিবৃন্দ, 

আসসালামু আলাইকুম/আদাব, আমি জানি না এটাকে উদ্ভাবনের পর্যায়ে রাখা যাবে কী না? যদিও এখানে আমাকে কোন কিছুই উদ্ভাবন করতে হয় নি শুধু মাথা ঘামানো ছাড়া। আমি চেষ্ঠা করে যাচ্ছি, আমার শিক্ষার্থীদের ডিজিটাল প্ল্যাটফর্মের লার্ণিং ফরম্যাটগুলোর সাথে ইন্ট্রডাকশনটা কর‍্যে দিতে। তারা যেন এই প্ল্যাটফর্মে এসে হুমড়ি খেয়ে না পড়ে। তাই, তাদেরকে আমি গাইড করছি এই ডিজিটাল মাধ্যমে মূল্যযাচাই করে মূল্যায়ন করতে। ইতোমধ্যে আমি একটা টেস্ট নিয়েছি এতে ১২জন এটেন্ড করেছে, তন্মধ্যে ৮ জন পাশ করেছে। পাশ মার্ক রেখেছিলাম ৫০%। কিন্তু এবার পাশ মার্ক রেখেছি ৬০% মার্ক। মূলতঃ এই ফরম্যাটে আমি নিজেকে ও শিক্ষার্থীদের সম্পৃক্ত করার প্রয়াসকেই উদ্ভাবন এর ক্যাটাগরিতে রেখেছি।। বাকিটা আপনাদের হাতে। মূল্যায়ন ও গঠনমূলক সমালোচনা দেখার অপেক্ষায় রইলাম। সবাই ভালো থাকুন, নিরাপদে থাকুন। 

আমার এ টেস্ট আইটেমটি সাজিয়েছি ১০টি প্রশ্ন দিয়ে। প্রতিটি প্রশ্নের ৩টি করে বিকল্প উত্তর রয়েছে। সেখান থেকে সঠিক উত্তরে টিক মার্ক দিবে।। এবারের বিষয়ঃ Completing sentences: MCQ typed test. 


https://www.testportal.net/test.html?t=qbGifxk6ZBsL