Loading..

খবর-দার

২২ সেপ্টেম্বর, ২০২০ ০৯:১০ অপরাহ্ণ

Build a Rapidly information Device Got Everywhere (BRIDGE)
#উপজেলা প্রশাসন ও উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিস,ময়মনসিংহ কর্তৃক আয়োজিত মাইক্রোসফট বিষয়ে প্রশিক্ষণের সমাপনী অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনাব নাসরিন সুলতানা, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি)
*সভায় সভাপতিত্ব করেন জনাব মো.সাইফুল ইসলাম, উপজেলা নির্বাহী অফিসার, সদর উপজেলা, ময়মনসিংহ।
*বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনাব মো.আক্তার হোসেন কুতুবী সহযোগী অধ্যাপক, টিচার্স ট্রেনিং কলেজ, চট্টগ্রাম, জনাব মো. ইকবাল হোসেন, সহযোগী অধ্যাপক, বাংলাদেশ নৌবাহিনী কলেজ।
*সঞ্চালনা ও সার্বিক সহযোগিতায় জনাব Mustafigur Rahman, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার, সদর উপজেলা ময়মনসিংহ।
*প্রশিক্ষক ও সহযোগিতায় ছিলেন সহকারী মাধ্যমিক জেলা শিক্ষা অফিসার, সদর উপজেলা ময়মনসিংহ
Dkb Abdus Salam সহকারী শিক্ষক ও MIE Expert. জনাব মাওলানা নাজমুল হক MIE Educator.
*আজ অতিরিক্ত দিনের প্রশিক্ষণ হিসেবে এই দুই দিনের বিষয়গুলো আরো ভালোভাবে রিভিশন করানো হয়েছে। প্রশিক্ষণ শেষে সর্বাধিক উপস্থিতি বিবেচনা করে সার্টিফিকেট প্রদান করা হবে।
*উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিস,সদর,ময়মনসিংহ এর মোটো হচ্ছে BRIDGE( Build a Rapidly Information Device Got Everywhere)
সেমতে সকল প্রতিষ্ঠানের সাথে যোগাযোগের মাধ্যম হবে একটি।হতে পারে সেটি ডিভাইস অথবা অ্যাপস।তাই উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিস BRIDGE নিয়ে কাজ করছে ।
গত ২০/০৯/২০২০ খ্রি.তারিখ থেকে দুইদিনের জন্য প্রশিক্ষণ কর্মশালাটি নির্ধারিত থাকলেও পরবর্তীতে তা আরো একদিন বৃদ্ধি করা হয় , এতে অনেক চমকপ্রদ ফিচার আছে । প্রথম পর্বের প্রশিক্ষণে ময়মনসিংহ সদর উপজেলার ২০টি প্রতিষ্ঠানের প্রতিষ্ঠান প্রধান সহ তিনজনকে প্রশিক্ষণের সুযোগ দেওয়া হয় ।পরবর্তীতে সদরের সকল প্রতিষ্ঠানকে এর আওতায় আনা হবে -শাহানারা বেগম
প্রভাষক (বাংলা)
অষ্টধার বালিয়াপাড়া আলিম মাদ্রাসা ,ময়মনসিংহ
জেলা অ্যাম্বাসেডর , সদর ,ময়মনসিংহ
সহ-সভাপতি,আইসিটি শিক্ষক ফোরাম ,সদর উপজেলা ,ময়মনসিংহ ।