Loading..

নেতৃত্বের গল্প

২৯ সেপ্টেম্বর, ২০২০ ০৩:৩৬ অপরাহ্ণ

আমার স্বপ্ন আমার ভালবাসা পর্ব -১

TQI-SEP এর PD নজরুল ইসলাম স্যার ১৫ নভেম্বর ,২০১১ সালে পরিদর্শনে আসেন আমেনা-বাকী রেসিডেন্সিয়াল মডেল স্কুল এন্ড কলেজ । তথন TQI-SEP এর অধিীনে শিক্ষকদের বিষয় ভিত্তিক প্রশিক্ষণ হতো এবং প্রশিক্ষণে চলাকালীন সময়ে একটা মডেল স্কুল পরিদর্শনের ব্যবস্থা থাকতো । সেখানে প্রশিক্ষণার্থীবৃন্দ ঐ প্রতিষ্ঠানে শিক্ষার্থীদের ক্লাস , শিক্ষকদের পড়ানোর কৌশল,,সাংস্কৃতিক কর্মকান্ড , প্রতিষ্ঠান প্রধানের নেতৃত্ব ,শিক্ষকদের আন্তরিকতা ,এসএসসির কার্যক্রম ,পরিস্কার পরিচ্ছনতা,শ্রেণি কক্ষ সজ্জিত করণ ,উপকরণ কক্ষ ও শিক্ষার্থীদের নেতৃত্ব দেখতো । দুপুরে আমাদের প্রতিষ্ঠানের শিক্ষকবৃন্দ তাদের খাওয়াতে সহযোগিতা করতেন এবং বিকাল ৩.৩০ মিনিটন থেকে চলতো সাংস্কৃতি অনুষ্ঠান । সাংস্কৃতিক অনুষ্ঠান শেষে আমি অতিথিদের বিভিন্ন প্রশ্নের জবাব দিতাম । তারা আমাকে এক এক করে বিভিন্ন প্রশ্ন করতো এবং বলতো কিভাবে শুরু হলো , কিভাবে ভাল করছেন ইত্যাদি ইত্যাদি । আমি তাাঁদের প্রশ্নগুলোর উত্তর দিতাম এবং অতিথীদের কাছ থেকে আমাদের প্রতিষ্ঠান আরও কিভাবে ভাল করা যায় তা জেনে নিতাম । আমাদের কর্মকান্ড দেখার জন্যই মূলত নজরুল ইসলাম স্যার (PD -TQI-SEP-যুগ্ন সচিব) , রতন কুমার সাহ (যুগ্ন সচিব) এডিবি প্রতিনিধি জনাব জামাল মাহমুদ ,দিনাজপুর জেলার শিক্ষা অফিসার জনাব এনায়েত হোসেন ,মাধ্যমিক শিক্ষা অফিসার জনাব ,আরিফ মাহফুল ,একাডেমিক সুপার ভাইজার জনাব আতিকুর রহমান সহ টিমের অন্যান্য সদস্য বৃন্দ । অতিথিী মহোদয় স্কুল গেটে প্রবেশ করলে তাঁদের এসো এসো আমার ঘরে এসো গানের ও নৃত্যের মাধ্যমে স্বাগত জানানো হয় । TQI-SEP এর দেয়ে ট্রেনিং কক্ষে (CCS) স্যারদের বিভিন্ন প্রশ্নের উত্তর দিই এবং অন্যান্য প্রতিষ্ঠানের সাথে কীভাবে যোগাযোগ রাখি তা নিয়ে বিস্তারিত আলোচনা হয় । যাওয়ার আগে আমাদের প্রেতিষ্ঠান নিয়ে আমেনা-বাকী রেসিডেন্সয়াল মডেল স্কুলের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান অধ্যাপক ডা. এম আমজাদ হোসেন স্যারের উপস্থিতিতে অতিথীবৃন্দ অনেক প্রশংসা করলেন । স্যারদের আগমনে আমরা ছাত্র-ছাত্রী,শিক্ষক মন্ডলী ও কর্তপক্ষ ধন্য ও কৃতজ্ঞ । স্যারদের জন্য দোয়া ও শুভকামনা রইল । আমার ইচ্ছা এমন একটি প্রতিষ্ঠান হবে যা দেখে সকলে অনুপ্রেরণা পাবে । সকলে মিলে আন্তরিকভাবে কাজ করলে স্বপ্নের স্কুল তৈরি করা সম্ভব । মো: মিজানুর রহমান -অধ্যক্ষ -আমেনা-বাকী রেসিডেন্সিয়াল মডেল -স্কুল চিরিরবন্দর ,দিনাজপুর। চলবে-https://www.youtube.com/watch?v=RSKweSPCXX4&t=8s

আরো দেখুন