Loading..

নেতৃত্বের গল্প

৩০ সেপ্টেম্বর, ২০২০ ১১:১২ অপরাহ্ণ

আমরা করব জয় একদিন
০১-০৮-২০১৯ আমেনা-বাকী রেসিডেন্সিয়াল মডেল স্কুল এন্ড কলেজের শিক্ষার্থীদের পাঠদান চলে প্রভাতী ও দিবা দুটি ভাগে বিভক্ত হয়ে । প্রভাতী শাখা সকাল ৮.২০ মিনিটে সমাবেশের মধ্যদিয়ে শুরু হয় । এখানে প্লে থেকে দ্বিতীয় শ্রেণির শিক্ষার্থীরা লেখাপড়া করে থাকে । প্রতিদিন শুরুতে কোরআন থেকে তিলওয়াত ,গীতা পাঠ ও সমাবেশে জাতীয় সঙ্গীত পরিবেশেনের মধ্যে দিয়ে জাতীয় পতাকা উত্তোলণ করা হয় । শরীর কসরত শেষে একটি শিশু সঙ্গীত গাওয়া হয় । শিশুদের মধ্যে থেকেওে কেউ কেই গান,কবিতা,ছড়া ও গল্প বলে থাকে। আমি / প্রভাতী শাখার ইনচার্জ শিশুদের উদ্দ্যেশে ৩/৪ টি নৈতিক ও মূল্যবোধের কথা বলি/বলেন এবং কোন জরুরী ঘোষণা/কথা থাকলে সেটি সকলের উদ্দ্যোশে বলা হয় । এভাবেই প্রতিদিন সমাবেশের সমাপ্তি ঘটে । এর ফলে শিশুরা আনন্দের সাথে শ্রেণি কক্ষে প্রবেশ করে এবং তাদের মধ্যে জড়তা কেটে যায় কারণ শিশুরা তো আনন্দের মধ্যেই বেড়ে উঠবে । তাদের এই কোমলমতি মনে কষ্ট দিয়ে ,চাপ সৃস্টি করে ভাল ফলাফল আসা করা যাবে না। মো: মিজানুর রহমান-অধ্যক্ষ-আমেনা-বাকী রেসিডেন্সিয়াল মডেল স্কুল এন্ড কলেজ । ছবি : নিজের তোলা -০১-০৮-২০১৯ খ্রী সমাবেশে।

আরো দেখুন