Loading..

ভিডিও ক্লাস

০২ অক্টোবর, ২০২০ ০৮:২১ অপরাহ্ণ

JSC - গণিত - ১ম অধ্যায়: প্যাটার্ন (5×5 ক্রমের ম্যাজিক বর্গ গঠন)

শিক্ষার্থী বন্ধুরা, এই ক্লাসটি মনোযোগ সহকারে উপভোগ করলে আশা রাখি ম্যাজিক বর্গ নিয়ে আর কোন সমস্যা হবে না। ম্যাজিক বর্গ / যাদুর বর্গ (Magic Square) কোনো বর্গক্ষেত্রকে দৈর্ঘ ও প্রস্থ বরাবর n সংখ্যক ভাগে ভাগ করে n × n সংখ্যক ছোট ছোট বর্গক্ষেত্রে পরিণত করে প্রত্যেকটি বর্গে ক্রমিক সংখ্যা (সাধারণত ১ থেকে n²) দ্বারা এমন ভাবে পূরণ করা হয় যেন প্রতিটি সারি, কলাম ও কর্ণ বরাবর যোগফল সমান হয় তাহলে এটি একটি n ক্রমের ম্যাজিক বর্গ। তিন ক্রমের ম্যাজিক বর্গ: যদি কোনো বর্গ ক্ষেত্রকে দৈর্ঘ ও প্রস্থ বরাবর ৩ ভাগে ভাগ করা হয় তাহলে ৯ টি ছোট ছোট বর্গ তৈরি হয়। এ বর্গক্ষেত্রগুলো যদি ১ থেকে ৯ পর্যন্ত সংখ্যা দ্বারা এমন ভাবে পূরণ করা হয় যেন প্রতিটি সারি, কলাম ও কর্ণ বরাবর সংখ্যাগুলোর যোগফল সমান হয়। তাহলে এটিকে তিন ক্রমের ম্যাজিক বর্গ বলে (Magic square of Order 3)। #JSC Math # জেএসসি গণিত #প্যাটার্ন # ৩ ক্রমের ম্যাজিক বর্গ #ম্যাজিক বর্গ #Class -8 Math