Loading..

প্রেজেন্টেশন

০২ অক্টোবর, ২০২০ ১০:০১ অপরাহ্ণ

বিষয়ঃ হাদিস শরিফ, দাখিল – নবম -দশম শ্রেণী অধ্যায়ঃ সপ্তম, হাসির সংজ্ঞা সহ প্রকার,এবং কোন প্রকার হাসি উত্তম বিস্তারিত লিখা আছে।
vالضحك কাহাকে বলে। কত প্রকার ও কিকি?
vمُسّتَجَمِعًا ضَاحِكًا এর অর্থ কি ? ( مَا رَأَيّتُ النَّبِى

    এর ব্যাখ্যা কি?

vضحك  – تبسم এর মধ্যে পার্থক্য কি ?
Øضحك এর পরিচয়ঃ-

ضحك শব্দটি বাবে سمع  এর মাসদার। মাদ্দাহ-ض - ح- ك-

জিনসে صحيح ; আভিধানিক অর্থ-হাসি দেয়া

Øالتبسم তথা মুচকি হাসিঃ- تبسم শব্দটি বাবে    تفعلএর মাসদার, মাদ্দাহ – ب  - م – س অর্থ-মুচকি হাসি বা মৃদু হাসি।

   তাবাসসুম –বলা হয় সামান্য হাসিকে, যাতে কোনো শব্দ নেই। মুখমন্ডল ও চেহারায় হাসির ভাব পুরোপুরি প্রস্ফুটিত হয়, তবে দাঁত দেখা যায় না

Ø  القهقهة  বা  অট্টহাসি قهقهة  শব্দটি বাবে فعللة এর মাসদার।এর আভিধানিক অর্থ- অট্টহাসিশরিয়তের পরিভাষায়,দাঁত দেখিয়ে উচ্চঃস্বরে জিহ্বামুল প্রদর্শন করে হাসাকে অট্টহাসি বলা হয়
vمُسّتَجَمِعًا ضَاحِكًا এর অর্থ কি ?

  পরিপূর্ণভাবে মুখ খুলে হাসা। এধরনের হাসি শরিয়ত সম্মত নয়। এতে চেহারার জ্যোতি নষ্ট হয়ে যায় । আল্লাহ ভীতি কমে যায়। একারনেই রাসুল (সঃ) এধরনের হাসি নিষেধ করেছেন।

v مَا رَأَيّتُ النَّبِى (  

তাই হযরত আয়শা সিদ্দিকা (রাঃ) বলেছেন যে আমি কোন দিন রাসুল (সঃ) কে  এভাবে হাসতে দেখিনি। তিনি সব সময় মুচকি হাসি হাসতেন।