Loading..

নেতৃত্বের গল্প

০৬ অক্টোবর, ২০২০ ০৬:৩৯ অপরাহ্ণ

ভালো লাগা থেকে সফলতা

সেই ১৯৯৪ সালের কথা। তখন নতুন নতুন প্রধান শিক্ষকের দায়িত্ব পালন করছি। তখনই ময়মনসিংহ জেলায় বাংলাদেশ স্কাউটসের জেলা সমাবেশ হবে বলে তারিখ নির্ধারণ হলো। মাসটি ছিল জানুয়ারি বা ফেব্রুয়ারী। প্রচন্ড শীত ছিল। একান্ত ইচ্ছা আমার প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের অংশ গ্রহণ করানোর। কিন্তু তখনো বুঝে উঠতে পারিনি কিভাবে অংশ গ্রহণ করতে হয়। স্কুলে নেই কোন শরীরচর্চা শিক্ষক। তবু্ও প্রবল ইচ্ছা থেকেই অনেকের সাথে যোগাযোগ করে অংশ গ্রহণ করালাম। সে কি ভাললাগা! স্কুল জীবনে আমি ছিলাম স্কুল লীডার। প্রতিদিন যখন সমাবেশে লীড দিতাম খুব আনন্দ পেতাম। যখন মার্চ পাস্ট করতাম আমার প্রিয় শ্রদ্ধেয় শিক্ষক গণ আমাকে উৎসাহ দিতেন। তাতে আমার উদ্দীপনা আরো বেড়ে যেত। আমি যখন নবম দশম শ্রেণিতে পড়তাম তখন আমার স্কুলের পাশেই ছিল একটা আর্মি ক্যাম্প। সেই আর্মি ক্যাম্পের একজন মেজর জেনারেল আমার মার্চ পাস্ট প্রায়ই দেখতেন। উনি একদিন ইচ্ছা প্রকাশ করলেন আমাকে আরো ভালভাবে শিখাবেন। তাই হলো। আমি ও বেশ আগ্রহের সাথে শিখলাম। বেশ ভাল লেগেছিল সে সময়টা। কিন্তু তখনকার সময় মেয়েদের জন্য এ গুলো শিখার বা প্রাকটিস করার কোন সুযোগ ছিল না। গার্লস ইন স্কাউট বলতে কিছু ছিল না। শিক্ষকতা পেশায় নিয়োজিত হয়ে এ সুযোগটা যখন পেলাম তখন আমার সন্তানতূল্য শিক্ষার্থীদের আর বন্ঞ্চিত করিনি। শরীর চর্চা শিক্ষক না থাকা সত্ত্বেও চালিয়ে গিয়েছি স্কাউট কার্যক্রম। তারপর একসময় শরীর চর্চা শিক্ষক নিয়োগ হলো আমার স্কাউটিং কার্যক্রমের গতি বৃদ্ধি পেলো।আমার স্কুল থেকেই ভালুকা উপজেলায় সর্ব প্রথম গার্লস ইন স্কাউটিং শুরু হয়। তাছাড়া এই উপজেলায় আমার স্কুল থেকেই একমাত্র প্রেসিডেন্টস এ্যাওয়ার্ড পায় স্কাউটিং এ। আমার স্কুলের শরীর চর্চা শিক্ষক শ্রেষ্ঠ স্কাউট শিক্ষক নির্বাচিত হয়। সমাজ উন্নয়ন এ্যাওয়ার্ড একমাত্র আমার স্কুলের শিক্ষার্থীরা পায়। সেই সাথে বর্তমানে আমি বাংলাদেশ স্কাউটস ভালুকা উপজেলার সেক্রেটারি নির্বাচিত হই। সামাজিক উন্নয়নে আমার স্কাউট দল অনন্য ভূমিকা পালন করে এবং পর পর কয়েকবার শ্রেষ্ঠ স্কাউট দল হিসাবে নির্বাচিত হয়। ২০১৭ সালে গার্লস ইন স্কাউট দল প্রায় আধা কিলোমিটার রাস্তা সংস্কার করতে সক্ষম হয়। বাল্য বিবাহ বন্ধে আমার সাথে প্রতিনিয়ত কাজ করে যাচ্ছে। আমার বিদ্যালয় আঙিনা সবুজের সমারোহ। একটু নোংরা হতে দেয় না। নিজ থেকেই সবসময় পরিস্কার পরিচ্ছন্ন রাখে। ভালা লগা থেকেই করে। সব শেষে এটাই বলতে হয় ভাল লাগা থেকে ভালবেসে যে কোন কাজ করলে তার সফলতা আসবেই ।