Loading..

নেতৃত্বের গল্প

০৭ অক্টোবর, ২০২০ ০৬:৪০ অপরাহ্ণ

"শিক্ষকঃ সংকটে নেতৃত্বদান, ভবিষ্যতের পুনঃনির্মাণ"

"শিক্ষকঃ সংকটে নেতৃত্বদান, ভবিষ্যতের পুনঃনির্মাণ"

এই প্রতিপাদ্যকে সামনে রেখে ৫ অক্টটোবর ২০২০ই তারিখে বিশ্ব শিক্ষক দিবসে

রংপুর অনলাইন স্কুলের আয়োজনে আমরা রংপুর বিভাগীয় জেলা অ্যাম্বাসেডর বৃন্দ নীলফামারী জেলার ডিমলা উপজেলায়  ইসলামীয়া ডিগ্রি কলেজ এ "শিক্ষক সম্মেলন-২০২০" নামের এক মিলনমেলা'য় অংশগ্রহণ করি।

অনুষ্ঠানের শুরুতেই র্যালী এবং র্যালী শেষে আলোচনা অনুষ্ঠান। অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন, বীর মুক্তিযোদ্ধা জনাব আলহ্বাজ আফতাব উদ্দিন সরকার, মাননীয় সংসদ সদস্য নীলফামারী-১ ও বিশেষ অতিথি জনাব জয়শ্রী রানী রায়, উপজেলা নির্বাহী অফিসার, ডিমলা, নীলফামারী।

মূখ্য আলোচক ছিলেন, আমাদের সবার প্রিয় জনাব মোঃ খুরশীদুজ্জামান আহমেদ স্যার।

সভাপতিত্ব করেছেন ঃ প্রিয় লোকমান হাকিম স্যার।

উক্ত অনুষ্ঠানে, ভবিষ্যত শিক্ষা, আমাদের করণীয়, দায়িত্ব, কর্তব্য, ও বর্তমান শিক্ষাকে যুগোপযোগী করণ নিয়ে ব্যাপক আলোচনা হয়।

আমরা মানসম্মত ও যুগোপযোগী শিক্ষাদানে দৃঢ় প্রতিজ্ঞ।।