Loading..

পাঠসংশ্লিষ্ট ছবি/ইমেজ

০৭ অক্টোবর, ২০২০ ১১:৫১ অপরাহ্ণ

পুরাতন বটগাছ ৫০০ বছরের

পুরোনো বটগাছের কথা তো অনেক শুনেছেন! তবে ধামরাই এর যাদবপুর ইউনিয়নের ষাইট্টা গ্রামের এই বটগাছটি না দেখলে কিন্তু বিশ্বাসই হতে চাইবে না যে এমন গাছও আছে। শুধু বটগাছ নয়, সমবয়সী একটি পাকুড় গাছ বেড়ে উঠেছে একই সাথে। গাছ দু’টিকে বছরের পর বছর একইসাথে দেখে দেখে এদেরকে স্বামী-স্ত্রী হিসেবে বিবেচনা করেন স্থানীয়রা!

৫ বিঘা জমির উপর স্বদর্পে ডালপালা, শেকড় ছড়িয়ে আছে বটগাছটি। ধারণা করা হয়, বটগাছটির বয়স ৫০০ বছর। গাছটিকে ঘিরে ছড়িয়ে আছে নানান লোককথা। স্থানীয়রা মনে করেন, এই গাছের ডালপালা কাটা অশুভ, এমনকি এতে নাকি মৃত্যুও হতে পারে। আরও অনেক ভৌতিক কাহিনী প্রচলিত আছে গাছটি নিয়ে।

তবে রটনা যাই থাকুক না কেন সবুজ গ্রামটিকে আরও ছায়াময় সবুজ করেছে এটি আর একে জড়িয়ে থাকা পাকুড় গাছটি। সময় করে একদিন দেখে আসুন সাথে ঘুরে আসুন ষাইট্টা গ্রাম এবং আশেপাশের অঞ্চল।

আরো দেখুন