Loading..

প্রেজেন্টেশন

১৮ অক্টোবর, ২০২০ ১১:৩৪ অপরাহ্ণ

বিড়াল--বঙ্কিম চন্দ্র চট্টোপাধ্যায়

বঙ্কিচন্দ্র চট্টোপাধ্যায় একজন প্রথিতযশা লেখক।তিনি মুলত কমলাকান্ত ছদ্মনামে লিখতেন।তিনি আলোচ্য বিড়াল রচনায় সমাজের নিম্ন শ্রেণির লোকদের নানা বঞ্চনার চিত্র তুলে ধরেছেন। হাস্যরসের মাধ্যমে আমরা রচনাটি উপভোগ করলেও শেষে এর

মধ্যে আমরা একটি শিক্ষণীয় বিষয় খুঁজে পাব । এখানে আমরা দেখব একটি বিড়াল

ক্ষুধার জ্বালায় কীভাবে কমলাকান্তের দুধটুকুন খেয়ে তাকে ব্যঙ্গ করছে।সাথে সাথে সে

আমাদের চোখে আঙ্গুল দেখিয়ে দিচ্ছে কীভাবে ধনী হয়ে অন্যদের বঞ্চিত করছি।

 আমরা এখন রচনার উল্লেখযোগ্য কিছু সংলাপ বলে তা ব্যাখ্যা করব ।