Loading..

উদ্ভাবনের গল্প

২৪ অক্টোবর, ২০২০ ০৫:০৫ অপরাহ্ণ

উদ্ভাবনের গল্প -১২ প্রসেসরের ফ্যান সংযোজন Real Education Part 07 A Processor Fan Inclode

উদ্ভাবনের গল্প -১২ " বাস্তব শিক্ষা" পর্ব-০৭( একটি কম্পিউটার মাদারবোর্ডের প্রসেসরের উপর কিভাবে ফ্যান সংযোজন করা হয় ) - মোঃ সামছুল হোসেন আমি এই উদ্ভাবনের গল্প-১২ এর মাধ্যমে শিক্ষার্থীদের পড়াশোনার পাশাপাশি তারা যেন হাতে-কলমে আধুনিক প্রযুক্তির সবচেয়ে উল্যেখযোগ্য ডিভাইস কম্পিউটার সম্পর্কে ধারণা নিতে পারে এটাই ছিল আমার মূল উদ্দেশ্য। আমি পর্ব-০৭ এ নিয়ে এসেছি একটি ডেস্কটপ কম্পিউটার এর মাদারবোর্ডের প্রসেসরের উপর কিভাবে ফ্যান সংযোজন করা হয় তা ব্যাখ্যা করার মাধ্যমে শিক্ষার্থীদের কম্পিউটার এর মাদারবোর্ড প্রসেসরের উপর কিভাবে ফ্যান সংযোজন করতে হয় সে সম্পর্কে একটি স্বচ্ছ ধারণা দেয়ার চেষ্টা করেছি। আমি শুধুমাত্র পুঁতগত বিদ্যায় সীমাবদ্ধ না থেকে জীবনমুখী কাজগুলো হাতে-কলমে শিখানোর চেষ্টা করেছি। পর্যায়ক্রমে আমি কম্পিউটার হার্ডও্যারের যাবতীয় আরো নিত্যনতুন বিষয় নিয়ে হাজির হবো ইনশাআল্লাহ।