Loading..

পাঠসংশ্লিষ্ট ছবি/ইমেজ

২৪ অক্টোবর, ২০২০ ০৮:২২ অপরাহ্ণ

উত্তল লেন্স -convex lens

আলোক  বিজ্ঞানের  একটি  গুরুত্বপূর্ণ যন্ত্র  লেন্স। এর সাহায্যে   চশমা,  অণুবীক্ষণ  ও দূরবীক্ষণ  যন্ত্র  তৈরি  করা  হয়। ম্যাগনিফাইং গ্লাস (Magnifying Glass) উত্তল লেন্স দিয়ে তৈরি করা হয়। লেন্স দুই ধরনের। উত্তল লেন্স ও অবতল লেন্স। উত্তল লেন্সকে অভিসারী লেন্স ও অবতল লেন্সকে অপসারী লেন্স বলা হয়। লেন্সের ক্ষমতার একক ডায়াপ্টার। দুটি গোলীয় পৃষ্ঠ দ্বারা সীমাবদ্ধ প্রতিসারক মাধ্যম হল লেন্স।উত্তল লেন্সের প্রধান অক্ষের সমান্তরালে আপতিত একগুচ্ছ  আলোকরশ্মির প্রতিসরণের পর প্রধান অক্ষের উপরস্থ কোন বিন্দুতে মিলিত হয়। চোখের দীর্ঘ দৃষ্টি ত্রুটি প্রতিকারে এটি ব্যবহৃত হয়। 





আরো দেখুন