Loading..

খবর-দার

২৫ অক্টোবর, ২০২০ ০৭:১৪ পূর্বাহ্ণ

ফেণী জেলা অনলাইন স্কুলের শিক্ষক শিক্ষিকাদের প্রশিক্ষনে আইসিটি এম্বাসেডর হিসাবে যোগদান

ফেণী জেলা এম্বাসেডর কতৃক আয়োজিত গত ২১/১০/২০২০ইং তারিখে সারা দিন ব্যাপি অনলাইন ক্লাশ করার জন্য অনলাইন টুলস সম্পর্কে চট্টগ্রাম থেকে আগত জনাব মান্নান সুমন স্যার ও জনাব আব্দুস ছোবহান স্যার বিভিন্ন  অনলাইন সফট ওয়ার ,শিক্ষক বাতায়ন,মুক্তপাঠ,শিক্ষক বাতায়নে ভিডিও আপলোড করার পদ্ধতি ,সুন্দর ভিডিও করার পদ্ধতি সহ বিভিন্ন কলা কৌশল সম্পর্কে বিশদ আলোচনা করা হয় ।উক্ত অনুষ্ঠানে ফেণী জেলার সম্মানীত জেলা শিক্ষা অফিসার, ফেণী জেলার মাধ্যমিক শিক্ষা অফিসারগন ও শিক্ষা সংশ্লিষ্ট কর্মকর্তা বৃন্দ উপস্থিত ছিলেন ।চৌদ্দগ্রাম উপজেলা থেকে আমরা দুই জন এম্বাসেডর ১।জনাব মোঃ জাকির ইমন স্যার ২। আমি মোঃ আবদুল কাদের উপস্থিত থেকে অনলাইন

স্কুলের বিভিন্ন টুলস এর ব্যবহার দেখলাম ,খুব একটা সুন্দর অনুষ্ঠান হয়ে গেল ।আশা করছি অদূর ভবিষতে ফেণী জেলা অনলাইন স্কুল এগিয়ে যাবে ।আমাদের ও প্রত্যাশা তাই ।ফেণী এগিয়ে গেলে এগুবে বাংলাদেশ ।এই সুন্দর আয়োজনে ফেণী জেলার সকল শিক্ষিক শিক্ষিকাদের অসংখ্য ধন্যবাদ জানাই ।