Loading..

খবর-দার

২৬ অক্টোবর, ২০২০ ১১:৪২ পূর্বাহ্ণ

বন্ধ বিদ্যালয় সচল শিক্ষা কার্যক্রম

    কভিড১৯ এর ভয় কিছুটা কমেছে কিন্তু এর মরন কামড় এখনো রয়ে গেছে। ২০২০ সালে বেচে থাকাটাই সবচেয়ে বড় প্রাপ্তি। অনেকেই এই শংকায় আছেন যে পৃথিবী কি বয়স্ক শুন্য বা মুরুব্বী শুন্য হয়ে যাচ্ছে। কারণ কভিড১৯ এ বেশী আক্রান্ত হচ্ছেন বয়স্ক মানুষ এবং তারা মারা যাচ্ছেন বেশী। বাংলাদেশের শিক্ষা প্রতিষ্ঠানগুলি বন্ধ রয়েছে ৭ মাসের বেশী সময় ধরে। কিন্তু বন্ধ নেই শিক্ষা কার্যক্রম। বাংলাদেশ সরকার শিক্ষা কার্যক্রম সচল রাখতে সংসদ টিভিতে প্রচার করছে ধারাবাহিক ক্লাস। সরকারের পাশাপাশি বিভাগ, জেলা, উপজেলা, ইউনিয়ন এবং বিদায়লয়ের নিজস্ব পর্যায় থেকে রয়েছে অনলাইন ভিত্তিক শ্রেণী কার্যক্রম। শিক্ষার্থীরা যাতে ঘরে বসে তাদের সিলেবাস অনুযায়ী শিক্ষাবর্ষের শিক্ষন শেষ করতে পারে সেজন্য শিক্ষকরা ক্লাস দিচ্ছেন অনলাইনে (ফেইসবুক, ইউটিউব, হোয়াটসাপ) রুটিন মাফিক।

    রাজার গাঁও উচ্চ বিদ্যালয়, সিলেট সদর, সিলেট একটি প্রাচীন এবং সুপরিচিত বিদায়লয়। এখানে রয়েছেন একঝাক তরুন, উদার মনমানসিকতাপূর্ণ জাতির কারিগর। প্রধান শিক্ষক মহোদয়ের সঠিক দিক নির্দেশনা ও উদার মনমানসিকতার জন্য অনলাইন শিক্ষা কার্যক্রম অব্যহত আছে।  নিয়মিত ভিডিও চ্যাটিং (জুম, গগুল মিট, হোয়াটসাপ)  করে নিজেদের মধ্যে যোগাযোগ করছেন এবং শিক্ষার্থীদের শিক্ষণ সঠিকভাবে রাখার জন্য নিয়মিত বিভিন্ন পদ্ধতি অবলম্বন করছেন। ইউটিউব, ফেইসবুক ও হোয়াটসাপে নিয়মিত ক্লাস রেকর্ডিং করে দিচ্ছেন। এটুআই কর্তৃক অনুমোদিত হয়েছে অনলাইন ভিত্তিক চলিত শিক্ষাকার্যক্রম ফেইসবুক পেইজ এবং আরোও রয়েছে ইউটিউব চ্যানেল। নিয়মিত অভিভাবকদের সাথে ফোনে যোগাযোগ করে শিক্ষার্থীদের শারিরীক,  মানসিক ও লেখাপড়ার খবর নেয়া হচ্ছে। এতে অভিভাবক ও শিক্ষার্থীরা কিছুটা সস্থিতে আছেন যে শিক্ষার্থীরা কিছুটা হলেও দিক নির্দেশনা পাচ্ছে। ম্যানেজিং কমিটি এবং এলাকার মানুষ শিক্ষাকার্যক্রমের এই পদ্ধতি সমূহকে স্বাগত জানিয়েছেন। স্কুলের প্রধান শিক্ষক বলেন, অনলাইন ভিত্তিক শ্রেনী কার্যক্রম নিয়মিত চলছে, তবে সরকারী সহায়তা পেলে আরোও উন্নত মানের যন্ত্রপাতি ও উপকরণ কিনে আরো আকর্ষনীয় শ্রেণি কার্যক্রম করা হবে।


ধন্যবাদ

মো. শহীদুল আলম

সহকারী শিক্ষক

আইসিটি ফোর এডুকেশন ডিসট্রিক্ট এম্বাসেডর, সিলেট

রাজার গাঁও উচ্চ বিদ্যালয়, সিলেট সদর, সিলেট