Loading..

নেতৃত্বের গল্প

২৬ অক্টোবর, ২০২০ ০৯:৩৫ অপরাহ্ণ

আমাদের শিক্ষার্থী নেতৃত্ব দেবে বিশ্বব্যাপী.....

আস্ সালামু আলাইকুম/আদাব,

আমি মোঃ রওশন জামিল, সহকারী প্রধান শিক্ষক, রঘুনাথপুর বালিকা উচ্চ বিদ্যালয়, নবাবগঞ্জ, দিনাজপুর। অত্র প্রতিষ্ঠানে ২০০১ সালে ২রা ডিসেম্বর সহকারী শিক্ষক(কৃষি) পদে যোগদান করি এবং পরবর্তীতে ২০১২সালে ১লা ডিসেম্বর সহকারী প্রধান শিক্ষক পদে যোগদান করে অদ্যাবধি কর্মরত আছি।

আমার বিদ্যালয়টি প্রত্যন্ত অঞ্চলে হওয়ায় মেয়েরা ছিল ছেলেদের থেকে কিছুটা পিছিয়ে। এর মূল কারণ ছিল অভিভাবকদের অসচেতনতা। তাঁরা ভাবতেন, মেয়েদের পড়া-লেখা করিয়ে লাভ নেই, বরং ছেলে সন্তান দের পড়ালেখা করাতে পারলে চাকুরি করে পিতা মাতার পাশে দাঁড়াবে। সেজন্যই ছিল বাল্যবিবাহ।

সব সমস্যাকে কাটিয়ে নির্দ্বিধায় বলা যায় আমরা সফল। বিদ্যালয়ে উপস্থিতির হার বৃদ্ধি, বাল্যবিবাহ রোধ, আমাদের শিক্ষার্থীরা উচ্চ শিক্ষা গ্রহণে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে, জাতীয় দিবস সহ সব ধরণের কর্মকান্ডে স্বতঃফূর্ত অংশগ্রহণ, পাবলিক পরীক্ষায় শতভাগ পাশ সহ ভাল ফলাফল, বৃত্তি লাভ, পড়ালেখা'র পাশাপাশি, ল্যাংগুয়েজ ক্লাব গঠন, ডিবেটিং ক্লাব গঠন, স্কুল কেবিনেট সদস্যদের শীতার্থ মানুষের পাশে দাঁড়ানো সহ সকল কর্মকান্ড প্রমাণ করে আমাদের মেয়েরা পূর্বের তুলনায় অনেক এগিয়ে।

"আমাদের শিক্ষার্থী, নেতৃত্ব দেবে বিশ্বব্যাপী"

     ------জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান।