Loading..

পাঠসংশ্লিষ্ট ছবি/ইমেজ

২৮ অক্টোবর, ২০২০ ০৪:০৫ অপরাহ্ণ

ওয়াশ বোতল তৈরী

প্রয়োজনীয় উপকরনঃ ২৫০/৩৩০ মিলি আয়তনের একটি নরম প্লাস্টিকের বোতল,বোতলের উচ্চতার চেয়ে ২০ সেমি বেশি লম্বা ০.৫ সেমি-ব্যাস বিশিষ্ট একটি কাচনল বা প্লাষ্টিকের নল,ভালভাবে প্রবেশ করতে পারে এমন ছিদ্র বিশিষ্ট একটি ছিপি যা বোতলের মূখে আঁটা যাবে।

প্রস্তুত প্রণালিঃ 

১। নলটির মাথায় একটি নজল তৈরি করতে হবে।

২। নলটি বাঁকা করতে হবে।

৩। ছিপির ছিদ্র দিয়ে এমনভাবে ঢুকাতে হবে যাতে বাতাস প্রবেশ করতে না পারে।

৪। ছিপিটি বোতলের মুখে এঁটে বসাতে হবে যাতে বাতাস যাতায়ত না করে।

ব্যবহার পদ্ধতিঃ বোতলে পানি ভর্তি করে চাপ দিলে নলের সরু মূখ দিয়ে সজোরে পানি বের হয়ে আসবে। যেটা ওয়াশ বোতল হিসাবে ব্যবহার করা যায়।

আরো দেখুন