Loading..

ভিডিও ক্লাস

২৯ অক্টোবর, ২০২০ ০৬:২২ অপরাহ্ণ

দেনা পাওনা -রবীন্দ্রনাথ ঠাকুর

রবীন্দ্রনাথ ঠাকুর তাঁর দেনাপাওনা গল্পের তৎকালীন হিন্দু সমাজের পণপ্রথার কুৎসিত রূপ তুলে ধরেছেন। গল্পটিতে একজন নারী কিভাবে ফোনের টাকার জন্য স্বামীগৃহে শশুর শাশুড়ি এবং অন্যান্য লোকজনের বাক্যবাণে মানসিক নির্যাতনের মধ্য দিয়ে মৃত্যুমুখে পতিত হয়। এখানে রামসুন্দর কর্নার জন্য বরাবরের পাত্র জোগার করতে গিয়ে শেষ পর্যন্ত পণের টাকার দেনার দায়ে নিজের আদরের সন্তানকে হারিয়েছেন। আর বরের বাবা রায়বাহাদুর রামসুন্দর এর কাছ থেকে প্রতিশ্রুতি পণ না পেয়ে অন্য এক কন্যাদায়গ্রস্ত পিতা দিকে হাত বাড়িয়েছেন-এবার 20 হাজার টাকার পণ এবং হাতে হাতে আদায় বলে তার লোভী মানসিকতার পরিচয় দিয়েছেন। দেনা পাওনা গল্পটি তে মূলত পণ প্রার্থীদের এবং নিম্ন মধ্যবিত্ত হিন্দু পরিবারের বড় ঘরের মেয়েকে পাঠানোর মানসিকতার দিকটি ফুটে উঠেছে। এই ঘৃণ্যপ্রথার এবং ঘৃণ্য মানসিকতার

বলি হয়ে কিভাবে অকালে প্রাণ দিতে হয়েছে নিষ্পাপকন্যাদের তা স্পষ্ট হয়ে উঠেছে।