Loading..

খবর-দার

০৩ নভেম্বর, ২০২০ ০৮:২৮ পূর্বাহ্ণ

মোঃ আবদুল কাদের,সহকারী শিক্ষক ,বাতিসা মাধ্যমিক বালিকা বিদ্যালয়,চৌদ্দগ্রাম,কুমিল্লা।

এই কয়েক দিনের মধ্যে দেখতে পেলাম যে, অনেকে বঙ্গবন্ধু' গ্র্যান্ড মাস্টার ' হচ্ছে সে তাগিদে চেষ্টা করতে শুরু করলাম। যতই প্রশ্ন দেখি সামনে যেতে ইচ্ছে করে ,এই ভাবে সাম্নের দিকে এগুতে থাকি । প্রথম দিন জুনিয়র মাস্টার হলাম, পরের দিন আবার প্রশ্ন  নিয়ে বসলাম  মাস্টার ,সিনিয়র মাস্টার এর পর গ্র্যান্ড মাস্টার । অবশ্যই প্রতিটি ধাপে ১০ টি প্রশ্নের মধ্যে ৮টি সঠিক প্রশ্নের উত্তর দিতে পারলে পরবর্তী ধাপে উর্ণীত হয়তে হয় ,সব ধাপ সহজে পেরোতে পারলে ও শেষ ধাপ  পার হওয়া ছিলো অনেক  কঠিন । যেখানে ১০টি প্রশ্নের মধ্যে ১০টি সঠিক উত্তর দিতে পারলেই কেবল সর্ব শেষ ধাপ অর্থাৎ গ্র্যান্ড মাস্টার যেটি খুব কঠিন ছিল । যাক সব ধাপ পেরিয়ে অবশেষে  হলাম বঙ্গ্বন্ধু  গ্র্যান্ড মাস্টার ।