Loading..

প্রেজেন্টেশন

০৫ নভেম্বর, ২০২০ ০৬:৪৯ পূর্বাহ্ণ

বীরের রক্তে স্বাধীন এ দেশ" -আমার বাংলা বই- ৫ম শ্রেণি-কামরুল হাসান আহমেদ-শালগ্রাম সপ্রাবি-আদমদীঘি,বগুড়া।

বীরের রক্তে স্বাধীন এ দেশ" এ পাঠ শেষে মহান মুক্তিযুদ্ধের বীরত্ব ও দুজন বীরশ্রেষ্ঠ সম্পর্কে জানতে পারবে।



দুরন্ত এক কিশোরনাম নূর মোহাম্মদ শেখবাবা-মায়ের একমাত্র সন্তাননাটক, থিয়েটার আর গানের প্রতি তাঁর প্রবল অনুরাগকিশোর বয়সে  হঠাকরে তাঁর বাবা-মা মারা গেলেনবদলে গেল তাঁর জীবনযোগ দিলেন ইপিআর-এ অর্থাইস্ট পাকিস্তান রাইফেলস-এ।

সময়টা ১৯৭১ সালের ৫ই সেপ্টেম্বরযশোরের পাকিস্তানি ছুটিপুর ক্যাম্পএকটু দূরে গোয়ালহাটি গ্রামে টহল দিচ্ছিলেন পাঁচ মুক্তিযোদ্ধাএঁদেরই নেতৃত্বে ছিলেন ল্যান্সনায়েক নুর মোহাম্মদ শেখপাকিস্তানি সেনারা টের পেয়ে যায় মুক্তিযোদ্ধাদের অবস্থানরাজাকারদের সহায়তায় তিন দিক থেকে পাকিস্তানি সেনারা তাঁদের ঘিরে ফেলে  কিন্তু মুক্তিযোদ্ধারা দমবার পাত্র নন। এই দলেই ছিলেন অসীম সাহসী মুক্তিযোদ্ধা নান্নু মিয়াকিন্তু প্রতিপক্ষের একটা গুলি হঠাএসে লাগে তাঁর গায়েনূর মোহাম্মদ তাঁকে এক হাত দিয়ে কাঁধে তুলে নিলেন আর অন্য হাত দিয়ে গুলি চালাতে থাকলেনকৌশল হিসেবে বারবার নিজের অবস্থান পরিবর্তন করতে থাকলেন তিনিউদ্দেশ্য-একজন নন, অনেক মুক্তিযোদ্ধা যুদ্ধ করছেন, শত্রুদেররকম একটা ধারনা দেওয়াসংখ্যায় কম বলে সহযোদ্ধাদের  নির্দেশ দিলেন পিছিয়ে গিয়ে অবস্থান নিতে