Loading..

প্রেজেন্টেশন

০৫ নভেম্বর, ২০২০ ১২:৪২ অপরাহ্ণ

প্রাথমিক গণিত, ১ম শ্রেণি, ৭ম অধ্যায়, যোগের ধারণা।

এটা আমার আপলোডকৃত ১৭তম কন্টেন্ট। এখানে ১ম শ্রেণির ৭ম অধ্যায়ে যোগের ধারণার  উপর পাঠটি উপস্থাপনের চেষ্ঠা করেছি। এই পাঠ শেষে শিক্ষার্থীরা যোগের ধারণা লাভের মাধ্যমে উপকরণ একত্র করে সংখ্যায় প্রকাশ করতে পারবে। যেকোনো ২টি সংখ্যা (+ ও =) ব্যবহার করে যোগ করতে পারবে (যোগফল অনির্ধ্ব ১০)। শ্রদ্ধেয় প্যাডাগজি রেটার মহোদয়, এডমিন মহোদয়, সেরা কন্টেন্ট নির্মাতা মহোদয়, ICT4 জেলা এম্বাসেডর মহোদয় এবং বাতায়নের সক্রিয় সকল স্যার ম্যাডামদের জানাই আমার সালাম ও শুভেচ্ছা। আমার আপলোডকৃত কন্টেন্টে আপনাদের মূল্যবান লাইক, কমেন্টস, রেটিংস সহ মতামত কামণা করছি।