Loading..

প্রেজেন্টেশন

০৬ নভেম্বর, ২০২০ ০৮:৩০ অপরাহ্ণ

অনলাইন সার্টিফিকেট
ইউনিসেফ ও মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের যৌথ উদ্যোগে দেশব্যাপি কৈশরকালীন পুষ্টি কার্যক্রম বাস্তবায়নে সহায়তার জন্য প্রস্তুতকৃত প্রশিক্ষণ অ্যাপস `Adolesent Nutrition Training' এর #কৈশোরকালীন_পুষ্টি_কার্যক্রম বিষয়ক প্রশিক্ষণ কোর্সটি সফলতার সাথে সম্পন্ন করে সার্টিফিকেট অর্জন করলাম।
কোর্সের উদ্দেশ্য::
এই প্রশিক্ষণে অংশগ্রহণ করে প্রশিক্ষনার্থী কৈশোরকালীন পুষ্টির গুরুত্বসর্ম্পকে অবগত হবেন, কৈশোরকালীন পুষ্টির বাংলাদেশের চিত্র জানবে, কৈশোরকালীন সময়ে পুষ্টি বিষয়ক সেবা সর্ম্পকে এবং কৈশোরকালীন পুষ্টি কার্যক্রম পরিচালনার কৌশল জানবে এবং বাস্তবায়নের দক্ষতা অর্জন করবে।
কোর্সের পদ্ধতি::
প্রশিক্ষণটি শেষে প্রশিক্ষণ মূল্যায়ন কুইজ পর্বটিতে অংশগ্রহণ করতে হবে। তবে প্রশিক্ষণ মূল্যায়ন কুইজ পর্বটিতে অংশগ্রহণ করতে প্রশিক্ষণের প্রতিটি ধাপ শেষ করতে হবে। মূল্যায়ন কুইজ পর্বে ৮০ ভাগ ফলাফল অর্জন করলে প্রশিক্ষণটির সার্টিফিকেট পাওয়া যাবে।

পুষ্টি বিষয়ক প্রশিক্ষনের যৌথ পরিকল্পনা ও বাস্তবায়নে ।

 এম মেরাজুল ইসলাম

   ICT4E জেলা অ্যাম্বাসেডর , হবিগঞ্জ 

    সেরা কন্টেন্ট নির্মাতা- ২০২০ খ্রীঃ