Loading..

প্রকাশনা

১৪ জানুয়ারি, ২০১৫ ১২:০০ পূর্বাহ্ণ

শিক্ষার গুনগত মানোন্নয়নে মাল্টিমিডিয়া ক্লাসরুম
শিক্ষার গুনগত মানোন্নয়নে মাল্টিমিডিয়া ক্লাসরুম বিশ্বায়নের এই যুগে আর্ন্তজাতিক ধারায় দেশকে আরও এক ধাপ এগিয়ে নেওয়ার প্রয়াসে এবং আমাদের কমলমতি শিক্ষার্থীদের সৃজনশীল প্রতিভাকে বিকশিত ও কার্যকর করতে তথা শিক্ষাকে অনেক বেশী আনন্দময়, সহজেবাধ্য ও শিক্ষার্থীকে এক কেন্দ্রিক করে গড়ে তোলার লক্ষে সরকারের বহুবিধ ও উল্লেখযোগ্য প্রচেষ্টার মধ্যে প্রধান মন্ত্রীর কার্যালয়ের এটুআই প্রকল্প কর্তৃক উদ্ভাবিত “মাল্টিমিডিয়া ক্লাসরুম ও শিক্ষকদের দ্বারা ডিজিটাল কনটেন্ট তৈরী কর্মসূচি শিক্ষার গুনগত মানোন্নয়ে এক মাইল ফলক । জানুয়ারী ২০১১ সাল থেকে ২০১৪ সাল পর্যন্ত তেইশ হাজার মাল্টিমিডিয়া ক্লাসরুম স্থাপন করেছে এবং ৫৫ হাজারের বেশী প্রাথমিক ও মাধ্যমিক শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষককে মাল্টিমিডিয়া ক্লাসরুম ব্যবস্থাপনা ও ডিজিটাল কনটেন্ট তৈরী প্রশিক্ষণ দেয়া হয়েছে । এই প্রশিক্ষণের মাধ্যমে শিক্ষকগণ ডিজিটাল কনটেন্ট ব্যবহার করে কঠিন ও বিমূত বিষয়গুলো সহজে উপস্থাপনের কৌশল আয়ত্ব করেছেন। বর্তমানে সরকার বিভিন্ন বিদ্যালয়ে ও কলেজে কম্পিউটার ল্যাব, মডেম, ল্যাপটপসহ তথ্য ও প্রযুক্তি সম্পৃক্ত আর্থিক সুবিধা প্রদান অব্যাহত রেখেছেন । শিক্ষকের মেধা ও মননশীলতা প্রকাশের/ প্রয়োগের একটি শ্রেষ্ঠ উপায় পাওয়ার পয়েন্ট প্রেজেন্টশন । একটি পাওয়ার পয়েন্ট তৈরী করলে তা বার বার করতে ইচ্ছা করবে । শ্রেণীকক্ষে শিখনবান্ধ পরিবেশ গড়ে তুলতে পাওয়ার পয়েন্ট প্রেজেন্টশনের কোন জুড়িই নেই , বিশেষ করে শিক্ষক সহজে শিক্ষার্থী মনোযোগ আর্কষনে সক্ষম হন । তাছাড়া শিক্ষার্থীকেন্দ্রিক কার্যক্রম পরিচালনা সহজতর ও সকল শির্ক্ষাথীর অংশ গ্রহন নিশ্চিত হয় । শিক্ষক পর্যায়ক্রমে স্লাইড প্রদর্শনের মাধ্যমে বিষয়বস্তু সর্ম্পকে শিক্ষার্থীর পূর্বজ্ঞান যাচাই এবং বিষয়বস্তু সর্ম্পকে পরিস্কার ধারণা লাভ এবং শিখন স্থায়ী করা । এবং শিখন ফলপ্রসু করতে সক্ষম হন। শিক্ষকের প্রতি পূর্ন সন্মান রেখে সকল শিক্ষকদের এক প্লাটফর্মে এনে শিক্ষকদের পেশাগত দক্ষতা বৃদ্ধির লক্ষে শিক্ষক বাতায়ন একটি ওয়েব পোটাল নেটওর্য়াক হিসাবে কাজ করছে । এখানে শিক্ষকগণ তাদের তৈরী কৃত কনন্টে, শিক্ষামূলক ডকুমেন্ট, মতামত, ছবি, ভিডিও শেয়ার করেন। একজন শিক্ষক সহজে শিক্ষানীয় বিষয় ডাউলোড করে ক্লাসে প্রর্দশন করতে পারেন । বর্তমানে শিক্ষক বাতায়নের সদস্য সংখ্যা ৪৮৮৮০ জনের বেশী । শিক্ষার্থীদের সৃজনশীলতার উন্নয়ন ঘটানোর লক্ষে এবং তাদের সৃজনশীল মানসিকতার প্রতি আস্থাশীল হতে পাওয়ার পয়েন্ট প্রজেন্টশন অতিকার্যকর ভূমিকা পালন করে । এক্ষেত্রে শিক্ষকের ইচ্ছা শক্তি মূখ্য ভূমিকা পালন করে । বাংলাদেশের প্রতিট শিক্ষা প্রতিষ্ঠানে মাল্টিমিডিয়া ক্লাসরুম থাকা অপরিহার্য। প্রধান শিক্ষক ও বিদ্যালয় পরিচালনা কমিটির নিদের্শনা, অনুপ্রেরণা, সহযোগিতা ইত্যাদি ডিজিটাল কনটেন্ট তৈরী ও মাল্টিমিডিয়া ক্লাসরুম পরিচালনা অনেকাংশে সম্ভব হয় । শিক্ষকদের পরিশ্রম, মনোভাবই কেবল পারে বাংলাদেশকে একটি সৃজনশীল জাতি তথা সৃজনশীল শিক্ষার্থী উপহার দিতে এবং সরকারের উদ্যোগকে সফল ও স্বার্থক করতে পারে ।

আরো দেখুন