Loading..

ভিডিও ক্লাস

১২ নভেম্বর, ২০২০ ০১:৪৫ অপরাহ্ণ

পয়লা বৈশাখ, কবীর চৌধুরী

এই পাঠ শেষে শিক্ষার্থীরা.........

. লেখক-পরিচিতি বলতে পারবে

. বাংলাদেশের সাংস্কৃতিক ঐতিহ্যের স্বরূপ বলতে পারবে 

.বাংলা নববর্ষের সঙ্গে বাংলাদেশের জাতীয়তাবোধের ঐক্যসূত্র ব্যাখ্যা করতে পারবে

ঘ. পয়লা বৈশাখের সার্বজনীনতা সম্পর্কে বলতে পারবে



জালালাবাদ ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল এন্ড কলেজ

বিষয় – বাংলা (গদ্য)

বিশেষ পাঠ – পয়লা বৈশাখ

 

১. শিখন ফল-

এই পাঠ শেষে শিক্ষার্থীরা.........

ক. লেখক-পরিচিতি বলতে পারবে

খ. বাংলাদেশের সাংস্কৃতিক ঐতিহ্যের স্বরূপ বলতে পারবে। 

.বাংলা নববর্ষের সঙ্গে বাংলাদেশের জাতীয়তাবোধের ঐক্যসূত্র ব্যাখ্যা করতে পারবে

ঘ. পয়লা বৈশাখের সার্বজনীনতা সম্পর্কে বলতে পারবে।

২. লেখক-পরিচিতি-

*   লেখকের নাম-

কবীর চৌধুরী

*   জন্ম -

১৯১৯ সালের ৯ই ফেব্রুয়ারি ব্রাহ্মণবাড়িয়ায় জন্মগ্রহণ করেন। তাঁর পিতা আবদুল হালিম চৌধুরী ও মাতা আফিয়া বেগম।

*   লেখা-পড়া-

১৯৩৮ সালে ঢাকা কলেজিয়েট স্কুল থেকে প্রবেশিকা ও ১৯৪০ সালে ঢাকা ইন্টারমিডিয়েট কলেজ থেকে উচ্চ মাধ্যমিক পাস করেন। তিনি ১৯৪৩ সালে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে ইংরেজি সাহিত্যে স্নাতক সম্মান এবং ১৯৪৪ সালে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন। এছাড়া যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়া বিশ্ববিদ্যালয় ও মিনেসোটা বিশ্ববিদ্যালয়ে তিনি অধ্যয়ন করেন।

*   কর্ম-জীবন-

করেন। চাকরি ও অধ্যাপনা করে তাঁর কর্মজীবন শেষ হয়। ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক হিসেবে তিনি অবসর গ্রহণ করেন।

*   তাঁর সৃষ্টিকর্ম

ছয় সঙ্গী, প্রাচীন ইংরেজি কাব্য সাহিত্য, আধুনিক মার্কিন সাহিত্য, সাহিত্য কোষ, স্তঁদাল থেকে প্রুস্ত, পুশকিন ও অন্যান্য, বঙ্গবন্ধু শেখ মুজিব, মুক্তিযুদ্ধ চর্চা, ছোটদের ইংরেজি সাহিত্যের ইতিহাস, ছবি কথা সুর, শহীদের প্রতিক্ষায়।

*   মৃত্যু -

২০১১ সালের ১৩ই ডিসেম্বর তারিখে পরলোকগমন করেন।

 

৩. পাঠ-বিশ্লেষণ –

 

৪. পাঠ-পরিচিতি- বাংলা একাডেমি থেকে প্রকাশিত (২০০৮) ‘বাংলাদেশের উৎসব : নববর্ষ’ নামক গ্রন্থ থেকে রচনাটি সংকলিত হয়েছে। গ্রন্থটি সম্পাদনা করেছেন মোবারক হোসেন। বাংলা নববর্ষ পয়লা বৈশাখ বাঙালির সর্বশ্রেষ্ঠ সাংস্কৃতিক উৎসব। কৃষি-নির্ভর এদেশে ফসল উৎপাদনের সঙ্গে সামঞ্জস্য রক্ষা করে প্রাচীনকাল থেকেই বাংলা নববর্ষ উদ্যাপনের ধারণা তৈরি হয়। এ উৎসব একার হিন্দুর বা মুসলমানদের কিংবা বৌদ্ধ-খ্রিষ্টানের নয়-এ উৎসব সমগ্র বাঙালির। এ উৎসব শুধু বিত্তবান, মধ্যবিত্ত বা দীন দরিদ্র কৃষকের নয়- এ উৎসব বাংলাভাষাভাষী এবং বাংলাদেশে বসবাসকারী সমস্ত মানুষের। ধর্মীয় সংকীর্ণতার বৃত্ত অতিক্রম করে বাংলা নববর্ষ উৎসব আজ আমাদের জাতীয় চৈতন্যের ধারক- এ অভিমত ব্যক্ত করে লেখক প্রবন্ধটিতে পয়লা বৈশাখের জয়গান গেয়েছেন।

 

 

৫. কর্ম-অনুশীলন

 

 

 

মোঃ সিরাজুল আমিন চৌধুরী

সহকারী শিক্ষক (বাংলা)