Loading..

খবর-দার

১৯ নভেম্বর, ২০২০ ০৬:২১ অপরাহ্ণ

অ্যাম্বাসেডর হওয়ার অনুভূতি
img
Ashis kumar dash

সহকারী শিক্ষক

 আজ  ১৮ নভেম্বর ২০২০ আমার জীবনে অনেক বড় একটা প্রাপ্তি যোগ হলো। অনেক দিনের একটা ইচ্ছে পূরন হলো। শিক্ষক বাতায়নে ICT4E জেলা অ্যাম্বাসেডর (মৌলভী বাজার সদর) । কৃতজ্ঞতা প্রকাশ করছি মৌলভী বাজার সদর এর সুযোগ্য ও সম্মানিত উপজেলা শিক্ষা অফিসার জনাব মোতাহার বিল্লাহ স্যার , সম্মানিত সহকারী উপজেলা শিক্ষা অফিসার জনাব আরতি ব্যানার্জি ম্যাডাম , ICT4E জেলা অ্যাম্বাসেডর জনাব সালাউদ্দিন আজিজ স্যার আব্দুল মালিক রাজু স্যার, সামাদ স্যার, আশরাফ স্যার, আল আমিন স্বাধীন স্যার, সুবর্ণা রায় লীপা ম্যাডাম, অসিম সেন স্যার , এস এম রাব্বী স্যার, তাহমিনা তুহিন ম্যাডাম,আতাউর রহমান স্যার, রিবন রুপা ম্যাডাম এর প্রতি। এছাড়াও সকল আই সিটি অ্যাম্বাসেডর শিক্ষকগনের প্রতি আমি কৃতজ্ঞ যারা আমাকে সহযোগীতা করেছেন পরামর্শ দিয়েছেন এবং তাদের কাজ অামাকে সবসময় অনুপ্ররনা যুগিয়েছে। সর্বোপরি কৃতজ্ঞতা প্রকাশ করছি শিক্ষক বাতায়ন ও a2i কর্তৃপক্ষের প্রতি , অভিজিত সাহা স্যার এর প্রতি।
শিক্ষায় তথ্য ও যোগাযোগ প্রযুক্তির ব্যবহার এর মাধ্যমে গুণগত শিক্ষা বাস্তবায়নের লক্ষ্যে আমার পেশাগত দক্ষতার মাধ্যমে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা কর্তৃক ঘোষিত ডিজিটাল বাংলাদেশ বিনির্মানে নিজের সততা, নিষ্ঠা, দেশপ্রেম ও আদর্শ দিয়ে প্রিয় এই মাতৃভূমিকে শিক্ষা কার্যক্রম গতিশীল করতে আমার প্রচেষ্টা  অব্যাহত থাকবে ।
আশীষ কুমার দাশ

সহকারী শিক্ষক

ঢেউপাশা সরকারি প্রাথমিক বিদ্যালয়

মৌলভীবাজার সদর



 

0,1