Loading..

ভিডিও ক্লাস

২২ নভেম্বর, ২০২০ ১০:১৬ অপরাহ্ণ

৬|সংগঠন,ব্যবস্থাপনা ও প্রশাসনের মধ্যে সম্পর্ক নির্ণয় কর।

৬ । শ্রেণী:দ্বাদশ,বিষয়:ব্যবসায় সংগঠন ও ব্যবস্থাপনা
প্রশ্ন; সংগঠন,ব্যবস্থাপনা ও প্রশাসনের মধ্যে সম্পর্ক নির্নয় কর

উত্তর; সংগঠন,ব্যবসায় ও প্রশাসন একে অন্যের সাথে ওতপ্রোত ভাবে জড়িত। সংগঠন না থাকলে যেমনি ব্যবস্থাপনা বা প্রশাসনের অস্তিত্ব চিন্তা করা যায় না তেমনি ব্যবস্থাপনা বা প্রশাসন ছাড়া সংগঠন কখনই অস্তিত্ব লাভ করে না।এদের মধ্যে সম্পর্ক নিরুপনের প্রত্যয়ে প্রতিটা বিষয়ে পৃথক ধারণা নিম্নে তুলে ধরা হলো;

১। সংগঠন; প্রতিষ্ঠানে নিয়োজিত উপকরনাদির সংহত ও সমন্বিত করার কৌশলকে সংগঠন বলে। 

২। ব্যবস্থাপনা; উপকরণাদিকে সুষ্ঠভাবে কাজে লাগিয়ে প্রাতিষ্ঠানিক লক্ষ্যার্জনের জন্য পরিকল্পনা,সংগঠন,কর্মীসংস্থান,নির্দেশনা, প্রেষনা, সম্বনয় ও নিয়ন্ত্রন কার্যকে ব্যবস্থাপনা বলে।

৩। প্রশাসন; ব্যবস্থাপনা সর্বোচ্চ স্তরে অধিষ্ঠিত ব্যক্তি বা ব্যক্তিদিগকে প্রশাসক এবং তাদের কর্মপ্রচেষ্টাকে প্রশাসন বলে।