Loading..

খবর-দার

২৭ নভেম্বর, ২০২০ ১২:১৪ পূর্বাহ্ণ

ICT4E জেলা শিক্ষক অ্যাম্বাসেডরবৃন্দের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত।

জেলা শিক্ষা অফিস, ব্রাহ্মণবাড়িয়া'র আয়োজনে ২৬/১১/২০২০ খ্রী. তারিখে ICT4E জেলা শিক্ষক অ্যাম্বাসেডরবৃন্দের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত। 


"জেলার মাধ্যমিক মাধ্যমিক পর্যায়ের সকল শিক্ষকদেরকে শিক্ষক বাতায়নের অন্ত্যভুক্ত করনের লক্ষ্যে জেলা শিক্ষা অফিসে অনুষ্ঠিত উক্ত সভায় সভাপতিত্ব করেন জনাব মোঃ শফি উদ্দিন, জেলা শিক্ষা অফিসার (ভারপ্রাপ্ত),ব্রাহ্মণবাড়িয়া। 


ICT4E জেলা শিক্ষক অ্যাম্বাসেডর জনাব মোঃ ইমতিয়াজ মাহমুদ বেগ ইমনের সঞ্চালনায় উক্ত সভায় উপস্থিত সকলের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে বক্তব্য প্রদান করেন সভা প্রস্তুতির সমন্বয়ক সুর সম্রাট আলাউদ্দিন খা ডিগ্রি কলেজের প্রভাষক ও ICT4E জেলা শিক্ষক অ্যাম্বাসেডর জনাব বাকির আহমেদ হামিম। 


সভায় বক্তব্য প্রদান করেন মোঃ জিসান আহমেদ (সহকারী প্রোগ্রামার, জেলা শিক্ষা অফিস, ব্রাহ্মণবাড়িয়া), জনাব জাহাঙ্গীর আলম (ICT4E জেলা শিক্ষক অ্যাম্বাসেডর),জনাব মিল্টন বিশ্বাস (ICT4E জেলা শিক্ষক অ্যাম্বাসেডর) জনাব মোখলেছুর রহমান (ICT4E জেলা শিক্ষক অ্যাম্বাসেডর)। 


শিক্ষক বাতায়ন কর্তৃক "সেরা অনলাইন পারফর্মার" মনোনিত হওয়ায় জনাব বাকির আহমেদ হামিম (প্রভাষক-উৎপাদন ব্যবস্থাপনা ও বিপণন, সুর সম্রাট আলাউদ্দিন খা ডিগ্রি কলেজের ও ICT4E জেলা শিক্ষক অ্যাম্বাসেডর) কে জেলা শিক্ষা অফিসার মহোদয় অভিনন্দন জ্ঞাপন করেন। 

জেলার বিভিন্ন উপজেলার ১৬ জন অ্যাম্বাসেডর উক্ত সভায় উপস্থিত ছিলেন। 


আশুগঞ্জ উপজেলা থেকে  উপস্থিত ছিলেন: 

১। জনাব মো: আজিজুর রহমান ( প্রভাষক, তালশহর কারিমিয়া ফাজিল মাদ্রাসা) 

২। জনাব মো: জাহাঙ্গীর আলম (সহকারী শিক্ষক,হাজী আব্দুল কুদ্দুছ স্কুল এন্ড কলেজ) 

৩। জনাব মোহাম্মদ  হুমায়ুন কবির (সহকারী শিক্ষক,দুর্গাপুর উচ্চ বিদ্যালয়)  

৪। জনাব এম আমিনুল হক (সহকারী শিক্ষক, আশুগঞ্জ তাপ বিদ্যুৎ কেন্দ্র উচ্চ বিদ্যালয়)


 ব্রাহ্মণবাড়িয়া সদর থেকে  উপস্থিত ছিলেন:

১। মো: কামাল আহমেদ (সহকারী শিক্ষক, নিয়াজ মোহাম্মদ উচ্চ বিদ্যালয়) 

২। জনাব মিলটন  বিশ্বাস (সহকারী শিক্ষক, রামকানাই হাই একাডেমি) 

৩। জনাব মো: মইনুল ইসলাম (সহকারী শিক্ষক, ভাদুঘর মাহবুবুল হুদ পৌর উচ্চ বিদ্যালয়)।  


নাসিরনগর উপজেলা থেকে উপস্থিত ছিলেন: 

১। জনাব মোহাম্মদ মোখলেছুর রহমান (সহকারী শিক্ষক, ভলাকুট কে. বি. উচ্চ বিদ্যালয়) 

২। জনাব পল্লব হালদার (সহকারী শিক্ষক, ফান্দাউক পণ্ডিতরাম উচ্চ বিদ্যালয়), 

৩। জনাব তন্ময় দাস (সহকারী শিক্ষক,  পুর্বভাগ এস.ই.এস.ডি.পি মডেল উচ্চ বিদ্যালয়)। 


কসবা উপজেলা থেকে উপস্থিত ছিলেন: 

১। জনাব এস. এম. মামুন (সহকারী শিক্ষক, শহীদ স্মরনীকা উচ্চ বিদ্যালয়)। 


নবীনগর উপজেলা থেকে  উপস্থিত ছিলেন: 

১।জনাব  মোহাম্মদ ইমতিয়াজ মাহমুদ বেগ  (সহকারী শিক্ষক, লাউরফতেহপুর আরএনটি বালিকা উচ্চ বিদ্যালয়), 

২। মোঃ সাজিদুল ইসলাম (সহকারী শিক্ষক,  বড়াইল উচ্চ বিদ্যালয়, নবীনগর), 

৩। মো: আবদুল বাসেত (সহকারী  শিক্ষক, সাতমোড়া উচ্চ বিদ্যালয়),  

৪। জনাব মো: আসাদুল ইসলাম ( সহকারী শিক্ষক, সুফিয়াবাদ শাহ সুফিসৈয়দ আজমাদ উল্লাহ আলিম মাদ্রাসা)।

৫। ও আমি  জনাব বাকির আহমেদ হামিম (প্রভাষক, সুর সম্রাট আলাউদ্দিন খাঁ ডিগ্রি কলেজ)


জেলা শিক্ষা অফিসার (ভারপ্রাপ্ত) মহোদয় সভায় উপস্থিত সকল অ্যাম্বাসেডরকে ফুলেল শুভেচ্ছা জানান এবং শিক্ষা ক্ষেত্রে তথ্য ও যোগাযোগ প্রযুক্তির প্রয়োগে করনীয় নানা বিষয়ে আলোচনা করেন।