Loading..

উদ্ভাবনের গল্প

২৭ নভেম্বর, ২০২০ ০১:১৯ অপরাহ্ণ

শিক্ষক বাতায়নে সপ্তাহের সেরা কন্টেন্ট নির্মাতা হওয়ার গল্প, মুক্তপাঠ ও কিশোর বাতায়ন নিয়ে কিছু কথা !

শিক্ষক বাতায়নে সপ্তাহের সেরা কন্টেন্ট নির্মাতা হওয়ার গল্প, মুক্তপাঠ ও কিশোর বাতায়ন নিয়ে কিছু কথা। আমি ২০১৭ খ্রিষ্টাব্দে শিক্ষক বাতায়ন ও মুক্তপাঠে সদস্য হয়ে মুক্তপাঠের অনলাইন কোর্সগুলো করতে থাকি। মুক্তপাঠে এ পর্যন্ত আমি ৫০টি কোর্স করে ৩৫টি সার্টিফিকেট পেয়েছি। কনটেন্ট তৈরি, শিক্ষক বাতায়ন থেকে কনটেন্ট ডাউনলোড, শিক্ষক বাতায়নে কনটেন্ট আপলোড কিভাবে করতে হয় শিখে তখন থেকেই কনটেন্ট আপলোড করি। শিক্ষক বাতায়ন সংশ্লিষ্ট সকলের পরামর্শ ও সহযোগিতায় কনটেন্ট তৈরি করে আপলোড করতে থাকি। শিক্ষক বাতায়নে আমার আপলোডকৃত কনটেন্ট সংখ্যা যখন ১৯, ৮মার্চ ২০১৮ খ্রিষ্টাব্দ তারিখে অর্জিত হয় সেই কাঙ্খিত সফলতা "সপ্তাহের সেরা কনটেন্ট নির্মাতা"। বেলকুচি সরকারি কলেজ কর্তৃক আয়োজিত "সংবর্ধনা ও ডিজিটাল কনটেন্ট তৈরি বিষয়ক কর্মশালা" -এ "শিক্ষক বাতায়নে সপ্তাহের সেরা কন্টেন্ট নির্মাতা হওয়ার গল্প, মুক্তপাঠ ও কিশোর বাতায়ন নিয়ে কিছু কথা" -এর ভিডিও আপলোড করলাম। শিক্ষক বাতায়ন সংশ্লিষ্ট সকলকে আমার আপলোডকৃত ভিডিও কনটেন্টটি দেখার বিনীত অনুরোধ করছি।