Loading..

প্রেজেন্টেশন

২৮ নভেম্বর, ২০২০ ০৮:৫৪ অপরাহ্ণ

“সেরা নেতৃত্বে দেখতে চাই” কঠিন বাস্তবতায় বিজয়ী উদীয়মান এক দীপ্ত সৈনিক, জেলা আইসিটি অ্যাম্বাসেডর মো. মিয়াচান, প্রধান শিক্ষক, সন্তোষ জাহ্নবী উচ্চ বিদ্যালয়, টাঙ্গাইল সদর টাঙ্গাইল কে।

“সেরা নেতৃত্বে দেখতে চাই” কঠিন বাস্তবতায় বিজয়ী উদীয়মান এক দীপ্ত সৈনিক, জেলা আইসিটি অ্যাম্বাসেডর  মো. মিয়াচান, প্রধান শিক্ষক, সন্তোষ জাহ্নবী উচ্চ বিদ্যালয়, টাঙ্গাইল সদর টাঙ্গাইল কে।

                                      

অধ্যয়ন শেষে ভাল একটি চাকুরী সকলের প্রত্যাশায় লিপিবদ্ধ থাকে।বর্তমান যুগে প্রত্যাশা পূরণ হওয়াটা সকলের জন্যই সহজ হয় না। কিন্তু কঠিনতম প্রতিযোগিতার মধ্যেও একটি সত্য বাস্তব ঘটনার দৃষ্টান্ত রচনা করলেন ঐতিহ্যবাহী সন্তোষ জাহ্নবী উচ্চ বিদ্যালয়ে নব্য প্রধান শিক্ষক জনাব মো. মিয়াচান। আজকের লেখাটি মুখরোচক নয় বলে অনেকেই এড়িয়ে যেতে পারেন। কিন্তু এই অনুচ্ছেদটির সারাংশ আমি খুব কাছ থেকে দেখেছি এবং তা অনুভব করছি, যা অনেকেরই ভবিষ্যৎ গড়তে জলন্ত উদাহরণ হিসেবে প্রেরণা যোগাবে বলেই উপস্থাপন করলাম উপস্থাপনের বিষয়টি প্রেরণা প্রত্যাশী অনেকেরই উপকারে আসবে

জনাব মো. মিয়াচান সাহেব ১৯৯৫ সালে সন্তোষ জাহ্নবী উচ্চ বিদ্যালয় হতে এসএসসি পাশ করেন।দারিদ্রতার কষাঘাত তাকে দামিয়ে রাখতে পারেনি। শক্ত মনোবল নিয়ে এইচ এসসি পাস করেই স্নাতক শ্রেণিতে অধ্যয়নরত অবস্থায় ছাত্র জীবনেই তার নিজ গ্রামে টাঙ্গাইল সদর- আসনের বর্তমান মাননীয় সাংসদ আলহাজ্ব মো. ছানোয়ার হোসেন মহোদয় তার পিতা মরহুম আলহাজ্ব আবুল হোসেন এর নামে প্রতিষ্ঠিত হাজী আবুল হোসেন আদর্শ উচ্চ বিদ্যালয়ে প্রতিষ্ঠালগ্নেই অফিস সহকারী হিসেবে ০১/০১/১৯৯৯ খ্রি. হতে কর্মজীবন শুরু করে অত্যন্ত দক্ষতার সাথে ৩০/০১/২০০৫ খ্রি.পর্যন্ত দায়িত্ব পালন করেন। বিদ্যালয়ের সার্বিক দায়িত্ব পালনের পাশাপাশি স্নাতক ডিগ্রী অর্জন করেন। সরকার প্রতিটি বিদ্যালয়ে একটি করে নতুন সৃষ্ট পদে কম্পিউটার শিক্ষক নিয়োগ দেওয়ার প্রজ্ঞাপন জারি করলে ০১/০২/২০০৫ খ্রি. তারিখে সহকারী শিক্ষক ( কম্পিউটার) পদে সন্তোষ জাহ্নবী উচ্চ বিদ্যালয়ে যোগদান করেন এবং আইসিটি শিক্ষক হিসেবে টাঙ্গাইল জেলায় যথেষ্ঠ সুনাম অর্জনে সক্ষম হন। যুগোপযোগী আইসিটি বিষয়ে বিশেষ দক্ষতার কারণে অতি অল্প সময়ে শিক্ষক সম্প্রদায়, শিক্ষা অফিস সহ সকলের প্রিয়ভাজন হয়ে উঠেন। বিদ্যালয়ে কর্মদক্ষতার পরীক্ষায় উত্তীর্ণ হয়ে ১৫/০৭/২০১৭ খ্রি. সহকর্মী সহ সকলের আশীর্বাদে সহকারী প্রধান শিক্ষক পদে আসীন হন। কর্মবীর এই যোদ্ধা সকল অবদানের পুরস্কার হিসেবে ০৮/১০/২০২০ খ্রি. তারিখে বিদ্যায়ের সর্বোচ্চ আসন প্রধান শিক্ষক হিসেবে মনোনীত হয়েছেন

আমার স্বল্প জ্ঞানের বিচারে বিদ্যালয়ের ছাত্র হয়ে শিক্ষাগুরুদের সহকর্মী হওয়া, প্রথমে সহকারী শিক্ষক, সহকারী প্রধান শিক্ষক এমনকি শেষ পর্যন্ত প্রধান শিক্ষক হওয়াটা অনন্য দৃষ্টান্ত সৃষ্টি করেছেন। বর্তমান সময়ে পিছনের দরজাই শুধু লক্ষ্য অর্জনের ভরসা এটাও ভুল প্রমাণিত করে সৎ কর্মের মূল্যায়নকেই প্রতিষ্ঠিত করেছেন। অত্র বিদ্যালয়ের ছাত্র হিসেবে আমরাও গর্বিত

এই কর্মবীর মানুষটি শিক্ষকতার পাশাপাশি, বাংলাদেশ শিক্ষক সমিতি, টাঙ্গাইল জেলা শাখায় বিভিন্ন প্রতিষ্ঠান প্রধানদের স্নেহের পাত্র হয়ে উঠেন। বিশেষ করে যার কথা না বললেই নয়, হুগড়া হাবিব কাদের উচ্চ বিদ্যালয়ের সুনামধন্য প্রধান শিক্ষক, বাংলাদেশ শিক্ষক সমিতি টাঙ্গাইল সদরের বার বার নির্বাচিত সাধারণ সম্পাদক, বাংলাদেশ শিক্ষক সমিতি, টাঙ্গাইল জেলা শাখার সভাপতি জনাব মো. শামীম আলো মামুন জুয়েল। যার স্নেহের ছায়ায় বিদ্যালয় তথা শিক্ষক সমিতির বিভিন্ন সাংগঠনিক কাজে একজন আদর্শ অভিভাবক হিসেবে সার্বিকভাবে উৎসাহ উদ্দীপনা যুগিয়েছেন। সেই উদ্দীপনায় দীপ্ত হয়ে মিয়াচান সাহেব এখন ঐতিহ্যবাহী খ্যাতনামা প্রতিষ্ঠানের প্রধান শিক্ষক। মনে সৎ চিন্তা,সুনির্দ্দিষ্ট লক্ষ্য, কাজের প্রতি শ্রদ্ধাশীল হলে অফিস সহকারী পদে চাকুরী শুরু করে প্রধান শিক্ষক হওয়া সম্ভব এটি তার জলন্ত উদাহরণ

জনাব মো. মিয়াচান টাঙ্গাইল সদর তথা আইসিটি প্রেমী সমগ্র শিক্ষক সম্প্রদয়ের অনুস্মরণ বা অনুকরণ করার মতো একটি মডেল, একটি আদর্শ। পরিশেষে, এই কর্মবীর, তারুন্যের অহংকারের প্রতি আমরা গর্বিত, যার হাতে খড়ি হাজী আবুল হোসেন আদর্শ উচ্চ বিদ্যালয়ে, অত্র বিদ্যালয়ের ম্যানেজিং কমিটি, প্রধান শিক্ষক, শিক্ষকমণ্ডলী, ছাত্রছাত্রীদের পক্ষ থেকে তার এই কৃতিত্বের জন্য অভিনন্দন শুভেচ্ছা। আমরা তার সাফল্যে সত্যিই গর্বিত। আশাকরি অত্যন্ত সৎ নিষ্ঠার সাথে তার দায়িত্ব পালন করবেন।

 

শিক্ষক বাতায়ন কর্তৃপক্ষকে সবিনয় নিবেদন থাকবে এই গুণী ব্যক্তিকে তার প্রাপ্য টুকু দিয়ে আমাদের কৃতজ্ঞ করবেন । তার সুস্বাস্থ্য সার্বিক উন্নতি মঙ্গল কামনা করি

*****************

মোহাম্মদ আজহারুল ইসলাম

সহকারী প্রধান শিক্ষক

হাজী আবুল হোসেন আদর্শ উচ্চ বিদ্যালয়, টাঙ্গাইল সদর, টাঙ্গাইল।

জেলা আইসিটি অ্যাম্বাসেডর , টাঙ্গাইল ।