Loading..

খবর-দার

২৯ নভেম্বর, ২০২০ ১২:৪৮ পূর্বাহ্ণ

অটো পাসে খালি হচ্ছে না সিট নতুন ভর্তির সুযোগও সীমিত

করোনার কারণে এ বছর প্রাথমিক ও মাধ্যমিকের সব শ্রেণীর শিক্ষার্থীকে অটো পাসের সিদ্ধান্ত নেয়া হয়েছে। ফলে নতুন শিক্ষাবর্ষে শিক্ষার্থী ভর্তির ক্ষেত্রে পরীক্ষা পদ্ধতির পরিবর্তে লটারি করা হলেও শূন্য আসনে শিক্ষার্থী ভর্তির সুযোগ সীমিত হবে। কেননা কোনো শ্রেণীতে নতুন শিক্ষার্থী ভর্তির প্রধানতম শর্তই হচ্ছে ওই শ্রেণীতে আসন শূন্য থাকতে হবে। করোনার কারণে এ বছর যেহেতু সব শ্রেণীর শিক্ষার্থীই অটো পাসের আওতায় উপরের শ্রেণীতে প্রমোশন পাচ্ছে, তাই আসন শূন্য হওয়ার কোনো সম্ভাবনা নেই। আর এ কারণে নতুন শ্রেণীতে নতুন শিক্ষার্থী ভর্তির সুযোগও সীমিত।

সম্প্রতি সংবাদ সম্মেলনে আগামী শিক্ষাবর্ষে কোন প্রক্রিয়ায় নতুন শিক্ষার্থী ভর্তি হবে তা জানিয়েছেন শিক্ষামন্ত্রী ডা: দীপু মনি নিজেই। আগামী শিক্ষাবর্ষে বেসরকারি মাধ্যমিক বিদ্যালয়ে ভর্তিতে পরীক্ষার পরিবর্তে লটারির মাধ্যমে শিক্ষার্থী ভর্তির বিষয়ে ঘোষণা দিয়েছেন তিনি। গত বুধবার ভার্চুয়াল সংবাদ সম্মেলনে তিনি জানিয়েছেন, আগামী ৭ ডিসেম্বরের মধ্যে ভর্তিসংক্রান্ত বিস্তারিত তুলে ধরা হবে। ১০ থেকে ১৫ ডিসেম্বরের মধ্যে ভর্তি কার্যক্রম শেষ করা হবে। পয়লা জানুয়ারি থেকে নতুন শিক্ষাবর্ষ শুরু হবে।