Loading..

উদ্ভাবনের গল্প

২৯ নভেম্বর, ২০২০ ১১:৩৯ পূর্বাহ্ণ

প্রযুক্তি কর্নার

সবাইকে আন্তরিক ধন্যবাদ। বিদ্যালয়ের মাল্টিমিডিয়া শ্রেণি কক্ষে অথবা অন্য যেকোন কক্ষের এক কর্নারে অব্যাবহৃত পুরাতন বা আধুনিক প্রযুক্তি বা যন্ত্রাংশ নিয়ে এ ধরনের কর্নার করা যেতে পারে। এর ফলে শিক্ষার্থীরা উপকৃত হবে। তারা বিভিন্ন প্রযুক্তি সম্পর্কে ধারণা লাভ করবে। 

শিক্ষার্থীরা তাদের বাড়িতে ব্যবহৃত নস্ট কিছু প্রযুক্তি কিছু খেলনা যেমন- ব্যাটারী চালিত বিভিন্ন গাড়ি, প্লেন, ইলেক্ট্রিক ডিভাইস সংরক্ষণ করতে সহায়তা করতে পারে। ফলে এই প্রযুক্তি কর্নার আরও সমৃদ্ধ হবে। তাছাড়া একই জিনিস সকলের নেই। এতে যার নেই সে ওই প্রযুক্তি সম্পর্কে ধারণা লাভ করবে। শিক্ষকরা সহজলভ্য ও কমদামী যা শিক্ষার্থী মনে কৌতূহল জাগিয়ে তোলে এমন কিছু ডিভাইস দিয়ে কর্নারটি সমৃদ্ধ করতে পারেন। এতে শিক্ষার্থীর মনে নতুন ভাবনার প্রতিফলন ঘটবে। পুরাতন কে দেখে নতুন সৃষ্টির নেশা মনে জাগ্রত হবে এবং নতুন প্রযুক্তি ব্যবহারে উৎসাহিত হবে। সবার সুস্থতা ও মঙ্গল কামনা করে ধন্যবাদ জানাচ্ছি।