Loading..

ভিডিও ক্লাস

০৩ ডিসেম্বর, ২০২০ ০৩:২৩ পূর্বাহ্ণ

Class: 9/10, Arabic: 1, Unit: 5, Lesson: 1, Part: 3, Abdul Alim, Lecturer (Arabic), Patari Fazil Madrasha, Sapahar, Naogaon, 01749944418
  • সম্মানিত পেডাগজি রেটার মহোদয়, এডমিন মহোদয়, সেরা কন্টেন্ট নির্মাতা, সেরা উদ্ভাবক, সেরা নেতৃত্ব এবং শিক্ষক বাতায়নের স্যার-ম্যামদের জানাই আন্তরিক অভিনন্দন ও মোবারকবাদ।

  • সম্মানিত স্যার ও ম্যাম আপনাদের জানাই আন্তরিক সাধুবাদ। কারণ, আপনাদের  আন্তরিক সহযোগিতা ও পরামর্শ আজ আমাকে শিক্ষক বাতায়নে সক্রিয় সদস্যে রুপান্তরিক করেছে। উৎসাহ যোগাচ্ছে নতুন নতুন কন্টেন্ট আপলোড করতে।

  • সম্মানিত স্যার ও ম্যাম আপনারা জেনে খুশি হবেন যেকরোনা মহামারী ছুটিতে মাদ্রাসা সেক্টরের আরবি সাহিত্যের (আরবি টু আরবি) কন্টেন্ট একমাত্র আমিই আপলোড দিয়ে চলেছি ধারাবাহিকভাবে। এখন পর্যন্ত ৫০টি কন্টেন্ট (যার মধ্যে ৪৪টি ধারাবাহিক প্রেজেন্টেশন), ৪৩টি ভিডিও কন্টেন্ট, ৫৪টি অনলাইন লাইভ ক্লাস (আরবি টু আরবি), ৪৭টি ব্লগ ও ৫৮টি ছবি আপলোড করেছি বাতায়নে। আমাকে সহযোগিতা করার জন্য আপনাদের অশেষ ধন্যবাদ জানাচ্ছি ও সামনের দিনগুলোতে পাশে পাব বলে আশাবাদ ব্যক্ত করছি।

  • আমি আন্তরিকভাবে ধন্যবাদ জানাচ্ছি  শিক্ষক বাতায়ন কর্তৃপক্ষের। যারা আমার কাজকে যথাযথ মূল্যায়ন করে গত ১৭/০৮/২০২০ ইং তারিখে নওগাঁ জেলার ICT4E জেলা অ্যাম্বাসেডর হিসেবে নিয়োগের মাধ্যমে সম্মানিত করেছেন। আমি বিশ্বাস করি আমার উপর অর্পিত দায়িত্ব সঠিকভাবে পালন করতে পারব ইনশাআল্লাহ। সামনের দিনগুলোতে যেন “সেরা কন্টেন্ট নির্মাতা” নির্বাচিত হয়ে প্রিয় শিক্ষক বাতায়নকে আরো সমৃদ্ধ করতে পারি সে জন্য কর্তৃপক্ষের সুদৃষ্টি আকর্ষণ করছি।

  • আপাতত দাখিল নবম ও দশম শ্রেণির আরবি সাহিত্যের কন্টেন্টের কাজ করে চলেছি। দাখিল নবম ও দশম শ্রেণির আরবি সাহিত্য বইয়ের ৮টি অধ্যায় ও ২৩টি পাঠ রয়েছে। আমি এখন ৫ম অধ্যায়ের প্রথম পাঠের কন্টেন্ট তৈরি করছি। 

  • আমার ইচ্ছে আছে নবম ও দশম শ্রেণির আরবি সাহিত্যের বইটি শেষ হলে অষ্টম, সপ্তম ও ষষ্ঠ শ্রেণির জন্যও চমকপ্রদ কন্টেন্ট  নির্মাণ করব ইনশাআল্লাহ। 

  • সম্মানিত স্যার ও ম্যাম আপনাদের সার্বিক সহযোগিতায় আমি একদিন ঠিকই আমার পরিকল্পনা বাস্তবায়ন করতে পারব ইনশাআল্লাহ। তাই আপনাদের প্রতি আকুল আবেদন এই যে, আমার আপলোডকৃত কন্টেন্টগুলো দেখে আপনাদের মূল্যবান পরামর্শ, লাইক ও পূর্ণ রেটিং দিয়ে এ মহান কাজ সম্পাদনে উৎসাহিত করবেন ইনশাআল্লাহ।

পরিশেষে সকলের সুস্বাস্থ্য ও মংগল কামনা করছি। আল্লাহ তাআলা যেন করোনা মহামারীর ছোবল থেকে সকলকে হেফাযত করেন। দ্রুত সময়ের মধ্যে যেন এ মহামারী থেকে আমাদের দেশ তথা সারা বিশ্বকে মুক্ত করেন। আমিন।


    • আব্দুল আলীম 
  • এম.এ (ডাবল), এম.ফিল
  • প্রভাষক (আরবী)
  • পাতাড়ী ফাযিল মাদ্রাসা 
  • সাপাহার, নওগাঁ
  • বাতায়ন আইডি:
  • [email protected]
  • 01749944418