সহকারী শিক্ষক
০৯ ডিসেম্বর, ২০২০ ০৮:৩২ অপরাহ্ণ
গাইবান্ধায় অনলাইন ক্লাসসমূহ শিক্ষক বাতায়নে অন্তর্ভূক্তকরণ ও শিক্ষক বাতায়নের সদস্য সংখ্যা বৃদ্ধি সংক্রান্ত মতবিনিময় সভা অনুষ্ঠিত
গাইবান্ধার সদর উপজেলার মাধ্যমিক পর্যায়ের বিদ্যালয়সমূহের প্রধানগণের সমন্বয়ে অনলাইন ক্লাসসমূহ শিক্ষক বাতায়নে অন্তর্ভূক্তকরণ ও শিক্ষক বাতায়নের সদস্য সংখ্যা বৃদ্ধি সংক্রান্ত মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
বুধবার (৯ ডিসেম্বর) বিকাল ৩ ঘটিকায় জেলা শিল্পকলা একাডেমিতে এ মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়। অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. আলমগীর কবির
এর সভাপতিত্বে মত বিনিময় সভায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক মো.আবদুল মতিন।
বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন গাইবান্ধা সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান শাহ্ সারোয়ার কবীর, জেলা প্রাথমিক শিক্ষা অফিসার মো.হোসেন আলী, সদর উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মো.এস. এম সাঈদ হাসান, মূখ্য আলোচক হিসাবে উপস্থিত ছিলেন জেলা শিক্ষা অফিসার মো.এনায়েত হোসেন। শিক্ষক বাতায়নে গাইবান্ধা জেলার সার্বিক চিত্র তুলে ধরেন বক্তব্য রাখেন গাইবান্ধা সরকারি বালক উচ্চ বিদ্যালয় সহকারী শিক্ষক মো. মিজানুর রহমান। প্রধান শিক্ষকদের পক্ষ থেকে বক্তব্য রাখেন এন. এইচ মর্ডান উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. রবিউল ইসলাম (রোকন), ঘাগোয়া এম.বি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. মাহবুব আলম কোট। এছাড়াও উক্ত মত বিনিময় সভায় উপস্থিত ছিলেন এম্বাসেডর শিক্ষক সঞ্জীব বর্মন, মো. মশিউর রহমান, মো.শের আলী, মো. হারুন অর রশিদ, মো.শেখ সোহেল রানা প্রমূখ। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন সদর একাডেমিক সুপার ভাইজার আলমগীর হোসেন।