Loading..

ভিডিও ক্লাস

১৩ ডিসেম্বর, ২০২০ ০১:২২ পূর্বাহ্ণ

৯|পরিকল্পনা বলতে কী বুঝায়?পরিকল্পনার বৈশিষ্ট্যগুলো বর্ণনা কর।
শ্রেণী:দ্বাদশ, বিষয়:ব্যবসায় সংগঠন ও ব্যবস্থাপনা-২য় পত্র,অধ্যায়:৩য়,"পরিকল্পনা প্রণয়ন ও সিদ্ধান্ত গ্রহণ " প্রশ্নঃ পরিকল্পনা বলতে কী বুঝায় ? পরিকল্পনার বৈশিষ্ট্যগুলো বর্ণনা কর। উত্তরঃ ভবিষ্যত কার্যক্রমের পূর্ব নির্ধারিত নকশা বা চিত্রকে পরিকল্পনা বলে। এটি ব্যবস্থাপনা প্রক্রিয়ার প্রথম ও প্রধান কাজ। এটি ব্যবস্থাপনার অন্যান্য কাজের ভিত্তিস্বরুপ। ভবিষতে কী করতে হবে তার অগ্রিম সিদ্ধান্ত গ্রহন করাই হলো পরিকল্পনা । অতএব When, What, Who , Why ইত্যাদি ঠিক রাখাই পরিকল্পনা । পরিকল্পনার বৈশিষ্ট্যঃ পরিকল্পনার এমন কিছু বৈশিষ্ট্য বিদ্যমান যা ব্যবস্থাপনার অন্যান্য কার্য হতে একে স্বতন্ত্র রুপ প্রদান করেছে।নিম্নে এর বৈশিষ্ট্যগুলো উল্লেখ করা হলোঃ ১। পরিকল্পনার প্রাথমিক ওসুখ্যতা ; ২। চিন্তন ও মনন প্রক্রিয়া ; ৩। ভবিষত কার্যপদ্ধতি সম্পর্কে অনুমান ; ৪। পরিকল্পনার উদ্দেশ্যমুখিতা ; ৫।পরিকল্পনার তথ্য নির্ভরশীলতা ; ৬। উত্তম বিকল্প ; ৭।নিরবচ্ছিন্নতা ; ৮।সহজবোধ্যতা ; ৯। নমনীয়তা ; ১০। গ্রহনযোগ্যতা ।