Loading..

পাঠসংশ্লিষ্ট ছবি/ইমেজ

১৪ ডিসেম্বর, ২০২০ ০৮:২৫ অপরাহ্ণ

পাকুন্দিয়ায় ধূমপান ও মাদকবিরোধী ২০ কিলোমিটার পদযাত্রা-----

পাকুন্দিয়ায় ধূমপান ও মাদকবিরোধী

২০ কিলোমিটার পদযাত্রা

 

 

জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবর রহমানের জন্মশতবার্ষিকী উপলক্ষে কিশোরগঞ্জের পাকুন্দিয়া উপজেলা থেকে কটিয়াদী উপজেলা পর্যন্ত ২০ কিলোমিটার ধূমপান ও মাদক বিরোধী পদযাত্রা অনুষ্ঠিত হয়েছে। জেলা ধূমপান ও মাদক প্রতিরোধ কমিটির আয়োজনে গত শুক্রবার (০৪ ডিসেম্বর) সকাল ৮টায় পাকুন্দিয়া উপজেলা পরিষদ বঙ্গবন্ধু চত্ত্বর থেকে পদযাত্রা শুরু হয়ে পুলেরঘাট হয়ে কটিয়াদী উপজেলা পরিষদ চত্ত্বরে গিয়ে পদযাত্রাটির তৃতীয় ধাপ শেষ হয়।

 

কিশোরগঞ্জ-২ (কটিয়াদী-পাকুন্দিয়া) আসনের জাতীয় সংসদ সদস্য সাবেক আইজিপি নূর মোহাম্মদ পদযাত্রার উদ্বোধন করেন। পরে তিনি নিজেও পদযাত্রায় অংশ নিয়ে কটিয়াদী পর্যন্ত যান।

 

উদ্বোধনী বক্তব্যে সাংসদ নূর মোহাম্মদ বলেন, মাদক একটি বৈশ্বিক সমস্যা। সকলের সম্মিলিত প্রচেষ্টায় মাদক নির্মূল করতে হবে। নিজ নিজ সন্তানদের নিরাপত্তার স্বার্থে অভিভাবকদেরকে সচেতন হওয়ার আহ্বান জানান তিনি। ধূমপান ও মাদক প্রতিরোধ কমিটির উদ্যোগের প্রশংসা করে তিনি সর্বত্র এমন উদ্যোগ ছড়িয়ে দেওয়ার জন্য তরুনদের প্রতি আহ্বান জানান।

 

এ সময় পাকুন্দিয়া উপজেলার সহকারী কমিশনার (ভূমি) একেএম লুৎফর রহমান, পাকুন্দিয়া থানার ওসি মো. সারোয়ার জাহান, পরিদর্শক (তদন্ত) মো. শ্যামল মিয়া, উপজেলা আওয়ামীলীগের সাবেক সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মো. হুমায়ুন কবীর, জেলা জাতীয় শ্রমিকলীগের উপদেষ্টা আতাউল্লাহ সিদ্দিক মাসুদ, উপজেলা আওয়ামীলীগের সাবেক কোষাধ্যক্ষ মো. বোরহান উদ্দিন, উপজেলা কৃষকলীগের সাবেক সভাপতি বাবুল আহমেদ, জেলা ধূমপান ও মাদক প্রতিরোধ কমিটির আহবায়ক আনম তানভীর হায়দার ও যুগ্ম আহবায়ক তরীকুল হাসান শাহীন, হোসেন্দী উচ্চ বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক ও জেলা এ্যাম্বাসেডর মো. শহিদুল আলম প্রমুখ ছাড়াও উপজেলার বিভিন্ন ইউনিয়ন ধূমপান ও মাদক প্রতিরোধ কমিটির সদস্যসহ পাঁচ শতাধিক লোকজন অংশ নেন।

 

উল্লেখ্য, ধূমপান ও মাদকের বিরুদ্ধে মানুষের মাঝে সচেতনতা সৃষ্টির লক্ষ্যে সংগঠনটি ১০০ কিলোমিটার পদযাত্রার আয়োজন করে। এর আগে পাকুন্দিয়া থেকে কিশোরগঞ্জ এবং পাকুন্দিয়া থেকে হোসেনপুর পর্যন্ত ৩২ কিলোমিটার পদযাত্রা অনুষ্ঠিত হয়। গত শুক্রবার পাকুন্দিয়া উপজেলা থেকে কটিয়াদী উপজেলা পর্যন্ত ২০ কিলোমিটার পদযাত্রা অনুষ্ঠিত হয়।

 

 

আরো দেখুন