Loading..

পাঠসংশ্লিষ্ট ছবি/ইমেজ

১৮ ডিসেম্বর, ২০২০ ০২:৩৩ অপরাহ্ণ

গ্রাফিক্স ডিজাইন-গ্রাফিক্সের গুরুত্ব # গ্রাফিক্স ডিজাইন-গ্রাফিক্সের গুরুত্ব

গ্রাফিক্স:

গ্রাফিক্সের গুরুত্ব: কম্পিউটারের সাহায্যে ছবি সম্পাদনা করার জন্য ক্যামেরায় তোলা ছবি,হাতে আকা ছবি বা চিত্রকর্ম,নকশা ইত্যাদি স্ক্যান করে কম্পিউটারে ব্যবহার করতে হয়। বর্তমানে ডিজিটাল ক্যামেরার সাহায্যে তোলা ছবি সরাসরি কম্পিউটারে কপি করে নেওয়া যায়। কম্পিউটারের সাহায্যে ছবি সম্পাদনার পর এগুলো ডিজিটাল মাধ্যমে এবং কাগজে ছাপার জন্য আমন্ত্রণপত্র ,পোস্টার,ব্যানার,বিজ্ঞাপন ইত্যাদির সঙ্গে ব্যবহার করা যায়।

কম্পিউটারে ছবি সম্পাদনার জন্য অনেক রকম প্রোগ্রাম রয়েছে। এর মধ্যে এডোবি ফটোশপ প্রোগ্রামটি বর্তমানে বিশ্বব্যাপী জনপ্রিয়। ছবি বা ছবির কোনো অংশের ঔজ্জ্বল্য বাড়ানো,কমানো,একাধিক ছবির সমন্বয়ে বইয়ের প্রচ্ছদ,পোস্টার ইত্যাদি তৈরি করা,ছবির অপ্রয়োজনীয় অংশ কেটে ফেলা,ছবির দাগ বা ত্রুটি মুছে ফেলা ইত্যাদির আরও নানা রকম কাজ এডোবি ফটোশপ দিয়ে করা যায়।

আরো দেখুন