Loading..

পাঠসংশ্লিষ্ট ছবি/ইমেজ

২২ ডিসেম্বর, ২০২০ ০৮:৫৭ অপরাহ্ণ

হৃদপিণ্ড
Heart এর গ্রীক নাম হল Cardia,সে জন্য Heart এর পরির্বতে Cardiac শব্দটি ব্যবহার করা হয়। আবার Latin- রা হার্ট কে বলে কোর যা থেকে করোনারির(Coronary) শব্দটি চলে আসছে।
হার্ট হলো একটি pumping Organ অর্থাৎ হার্ট রক্তকে পাম(pump) করে অসংখ্য বড় ও ছোট Arteryর মাধ্যমে সারা শরীরে ছড়িয়ে দেয়।
Heart হলো একটি Four chambered, conical ,hollow muscular organ.যা Middle mediastinum এ থাকে।
অবস্থান ঃ Heart থাকে দুই ফুসফুসের মাঝখানে বুকের বামপাশে ২/৩অংশ জুড়ে থাকে এবং ডানপাশে থাকে ১/৩ অংশ।
হার্ট এর আকার প্রায় ১২×৯৷ সি.মি.বা ৫×৩ Inch।
ওজন ঃ পুরুষদের ৩০০ গ্রাম ও মহিলাদের ২৫০ গ্রাম।
Heart এর উপরের Covering এর নাম পেরিকার্ডিয়াম(Pericardium).
Heart এক ধরনের muscle দিয়ে তৈরি যার নাম cardiac muscle.
Heart এর চারটি Chamber থাকে
১) ডান অলিন্দ (Right Atrium) &
২)বাম অলিন্দ (Left Atrium)
৩) ডান নিলয়( Right Ventricle)
৪)বাম নিলয়(Left Ventricle)
Heart এর ভিতর চারটি Valve থাকে
1) Tricuspid valve
2) Bicuspid valve
3) Pulmonary valve &
4) Aortic valve

আরো দেখুন

কোন তথ্য খুঁজে পাওয়া যাইনি