Loading..

প্রেজেন্টেশন

২২ ডিসেম্বর, ২০২০ ১১:৫৫ অপরাহ্ণ

ই-কমার্স ও বাংলাদেশ

সম্মানিত প্যাডাগজি রেটার মহোদয়গণ, সেরা কনটেন্ট নির্মাতা, অনলাইন পারফর্মার, উদ্ভাবক এবং  শিক্ষক বাতায়নের শিক্ষকমন্ডলী, আস্‌সালামু আলাইকুম। আমি এ পর্যন্ত ২৭টি কন্টেন্ট বাতায়নে আপলোড করেছি। বিভিন্ন সময়ে বিভিন্ন ভাবে আপনারা পরামর্শ দিয়ে আমাকে সামনে এগিয়ে যাওয়ার পথ দেখিয়েছেন, সে জন্য আপনাদেরকে অশেষ ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাই। আপনাদের মতামত পেলে আরো বেশি কন্টেন্ট তৈরি করতে পারব এবং আপনাদের পরামর্শ অনুযায়ী কন্টেন্টের মান আরো উন্নত করতে সক্ষম হব।  যদি আপনাদের সুচিন্তিত ও গঠনমূলক মতামত পাই তা হলে আমার এই ক্ষুদ্র প্রচেষ্টা স্বার্থক হবে।

শিখনফল

এই পাঠ শেষে শিক্ষার্থীরা...

q-কমার্স কী তা বলতে পারবে;
q সেবা বা বাণিজ্যের শর্ত কয়টি ও কি কি তা বর্ণনা করতে পারবে;
q ই-কমার্সে ক্রয়কৃত পণ্যমূল্য পরিশোধ পদ্ধতি বর্ণনা করতে পারবে;

q বাংলাদেশের ই-কমার্সের গুরুত্ব ব্যাখ্যা করতে পারবে।